Advertisement
Advertisement

Breaking News

West Bengal Assembly polls 2021

চলতি সপ্তাহেই ফের পূর্ব মেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি নন্দীগ্রামেও

একাধিক মন্দিরে যাবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী।

West Bengal Assembly polls 2021: TMC candidate Mamata Banerjee will visit Nandigram on this week| Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 15, 2021 5:57 pm
  • Updated:March 17, 2021 3:28 pm

কিংশুক প্রামাণিক: চলতি সপ্তাহে ফের পূ্র্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাবেন নন্দীগ্রামেও। দু’দিন সেখানে থাকার কথা তৃণমূল নেত্রীর। জানা যাচ্ছে, নন্দীগ্রামে কর্মিসভা, জনসভা, পথসভা-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 

৯ মার্চ নন্দীগ্রাম গিয়েছিলেন মমতা। পরেরদিন হলদিয়া মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন। এরপর একাধিক মন্দিরে যান তিনি। ওই দিনই বিরুলিয়া বাজার এলাকায় জখম হন মমতা। পায়ে গুরুতর চোট লাগে। অসুস্থ অবস্থায় ওইদিনই তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতা। দেড়দিন এসএসকেএম হাসপাতালে ভরতি ছিলেন মমতা। এখনও পায়ে প্লাস্টার। চলাফেরার ভরসা বলতে হুইলচেয়ার। এই অসুস্থ শরীরেও প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার দুটি সভা করেন তিনি। হুইলচেয়ারেই দুর্গাপুরের রাস্তায় জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা চাইলে আমিই কিছু লোক ঝাড়গ্রামে পাঠিয়ে দিতাম’, শাহের সভা বাতিল নিয়ে খোঁচা মমতার]

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ফের পূর্ব মেদিনীপুরে যাবেন মমতা। ১৮ মার্চ সম্ভবত এগরায় কর্মসূচি করবেন তিনি। ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় যাবেন। সেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। পথ সভা করবেন তৃণমূলনেত্রী। একাধিক মন্দিরে যেতে পারেন তিনি। মোট আটটি কর্মিসভা ও জনসভা করার কথা রয়েছে তাঁর। অর্থাৎ বলাই বাহুল্য, অসুস্থতা সত্ত্বেও ভোটের প্রচারে এক বিন্দু খামতি রাখতে রাজি নন মমতা।   

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ