Advertisement
Advertisement

Breaking News

Sandeshkhali

‘যারা আইন ভেঙেছে গ্রেপ্তার হবেই’, সন্দেশখালিতে ‘অ্যাকশন’ ডিজির

বুধের পর বৃহস্পতিবার সকাল থেকেই ফের অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লঞ্চে চড়ে সকালেই সন্দেশখালি থেকে ধামাখালিতে পৌঁছন তিনি। "যারা আইন ভেঙেছে, তারা অবশ্যই গ্রেপ্তার হবে", জানান ডিজি। তবে কি এবার খাঁচাবন্দি হবে সন্দেশখালির 'বাঘ' শাহজাহান, ডিজির মন্তব্যের পর সর্বত্র এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

West Bengal DGP Rajeev Kumar reaches Sandeshkhali to Dhamakhali । Sangbad Pratidin

সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

Published by: Sayani Sen
  • Posted:February 22, 2024 8:47 am
  • Updated:February 22, 2024 9:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধের পর বৃহস্পতিবার সকাল থেকেই ফের ‘অ্যাকশনে’ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লঞ্চে চড়ে সকালেই সন্দেশখালি থেকে ধামাখালিতে পৌঁছন তিনি। “যারা আইন ভেঙেছে, তারা অবশ্যই গ্রেপ্তার হবে”, জানান ডিজি। তবে কি এবার খাঁচাবন্দি হবে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান, ডিজির মন্তব্যের পর সর্বত্র এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

সন্দেশখালিতে দাঁড়িয়ে ডিজি বলেন, “মানুষের প্রতি কর্তব্য করছি আমরা। ঘুরে ঘুরে প্রত্যেক মানুষের কথা শোনা হবে। সমস্যা শুনে সমাধান করব। যারা আইন ভেঙেছে তারা সকলে অবশ্যই গ্রেপ্তার হবে।” সাধারণ মানুষের কাছে ডিজির অনুরোধ, “কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। নিজের হাতে আইন নেবেন না।” এর পরই লঞ্চে চড়ে সন্দেশখালি থেকে সোজা ধামাখালির উদ্দেশে রওনা দেন ডিজি। ধামাখালিতে গিয়ে মহিলা পুলিশদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে বুধবার রাতেও প্রায় সাড়ে দশটা নাগাদ গ্রামে গ্রামে টহল দেন ডিজি। তাঁর সঙ্গে ছিলেন এডিজি  দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাট জেলা পুলিশের এসপি হাসান মেহেদি রহমান। এদিকে, সন্দেশখালি কাণ্ডে মুখ্যসচিব ও ডিজিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশই’, দাবি অভিষেকের]

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালি হানা দেয় ইডি। তৃণমূল নেতার দেখা মেলেনি। বাড়িতে তল্লাশিও করতে পারেননি আধিকারিকরা। হামলার শিকার হন তাঁরা। অভিযোগ, শাহজাহানের নির্দেশেই হামলার শিকার হন তাঁরা। তার পর থেকেই ফাঁকা সাম্রাজ্য। ‘ফেরার’ তৃণমূল নেতা। প্রায় দেড় মাস ধরে ‘ফেরার’ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। মামলার জল গড়িয়েছে আদালতেও। শিবু, উত্তম সর্দাররা গ্রেপ্তার হলেও কেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’কে ধরতে পারছে না পুলিশ, তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।

Advertisement

যদিও রাজ্য পুলিশের ডিজি সম্প্রতি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে? ডিজির আরও দাবি, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না। কারণ, ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক সংবাদমাধ্যমে আদালতের বাধায় শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলেই দাবি করেন। প্রশ্ন উঠছে, দেড়মাসেরও বেশি সময় ধরে ‘ফেরার’ শাহজাহান কি এবার গ্রেপ্তার হবেন, বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: স্কুলেই ছাত্রীর ‘শ্লীলতাহানি’, বাগনানে প্রধান শিক্ষককে বেধড়ক মার গ্রামবাসীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ