Advertisement
Advertisement

Breaking News

West Bengal

১ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী বৃহস্পতিবার ছুটি পাবেন সরকারি কর্মীরা।

West Bengal govt announces holiday on July 1 | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:June 28, 2021 10:16 pm
  • Updated:June 28, 2021 10:26 pm

মলয় কুণ্ডু: জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day) উপলক্ষে আগামী ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, কোভিড ওয়ারিয়রা করোনার সঙ্গে লড়াইয়ে ভাল কাজ করেছেন। তাঁদের সম্মান জানাতেই ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার।

দেশে প্রথমবার চিকিৎসক দিবস ঘোষিত হয়েছিল ১৯৯১ সালে। চিকিৎসক দিবসের প্রাক্কালে গত রবিবার মন কি বাত রেডিও অনুষ্ঠানে ডাক্তারদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অতিমারী আবহে যেভাবে চিকিৎসকরা নিজেদের প্রাণ বাজি রেখে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লাখো লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তারই তারিফ করেন তিনি। আর সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাঁদেরকে বিশেষ সম্মান দিতেই রাজ্যে ছুটি ঘোষণা করা হল। উল্লেখ্য এর আগে পুলিশকর্মীদের সম্মানে পুলিশ দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: Corona: তৃতীয় ঢেউ রুখতে কোমর বাঁধছে রাজ্য, এবার শিশুদের জন্য বিশেষ অ্যাম্বুল্যান্স

কোভিড নিয়ে কড়া বিধিনিষেধের জেরে বাংলায় বর্তমানে অনেকটাই কমেছে সংক্রমণ। কিন্তু এখনই বাধানিষেধ সম্পূর্ণ তুলে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তাই আরও বাড়ানো হল রাজ্যের নিষেধাজ্ঞার মেয়াদ। তবে ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস (Bus Service)। ছাড় পেল আরও কিছু সড়ক পরিবহণের মাধ্যম। চলবে অটো। তবে আপাতত বন্ধই থাকছে ট্রেন, মেট্রো। সোমবার এ  সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Advertisement

[আরও পড়ুন: COVID-19: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ