৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পঞ্চায়েতে নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, দিলীপকে ফোন রাজনাথের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 14, 2018 5:01 pm|    Updated: May 14, 2018 5:01 pm

West Bengal panchayat polls: Rajnath Singh calls Dilip Ghosh

রূপায়ণ গঙ্গোপাধ্যায়, কলকাতা: রাজ্যের পঞ্চায়েত ভোটের হালচাল জানতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ফোন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের বিজেপির। রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনে রিপোর্ট দিচ্ছে গেরুয়া শিবির। সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি। শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষের পাশপাশি রাজ্যে ভোটের নামে লুট চলছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।

[১০০ পেরিয়েও খামতি নেই উৎসাহে, নাতবউয়ের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা]

সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসতে থাকে বিক্ষিপ্ত ঘটনার খবর। অনেক ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। কোথাও বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ তো কোথাও শাসকের বাইক বাহিনীর বিরুদ্ধে এলাকা দখলের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিষয়ের সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সকাল থেকে ভোট শুরুর নির্দেশ থাকলেও, গতকাল রাত থেকেই শাসক দলের দুষ্কৃতীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। রাত থেকেই পড়ছে ছাপ্পা। পুলিশের সামনেই গুন্ডাবাহিনী বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশের কোনও নজর নেই বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি।

[ভোটের আঁচে তপ্ত বাংলায় কোথায় কোথায় পড়ল মৃত্যুর ছায়া?]

নাটাবাড়িতে বিজেপির বুথ এজেন্টকে থাপ্পড় মারছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলাবার সকালে এই অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গ টেনেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, রবীন্দ্রনাথ ঘোষকে এখনই বরখাস্ত করা উচিত তৃণমূল কংগ্রেসের। উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায় সকাল থেকেই উত্তেজনার খবর প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে। খাদ্য ও সরবরাহমন্ত্রী তথা তৃণমূলের উত্তর-২৪-পরগণা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে লোক এনে ঝামেলা পাকাচ্ছে বিজেপি। সেই অভিযোগকে নস্যাৎ করে জ্যোতিপ্রিয়কে পালটা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সকাল থেকে কমেডি করছেন মন্ত্রী। পাশপাশি তৃণমূল কংগ্রেসের প্রতি বিজেপি রাজ্য সভাপতি হুঁশিয়ারি দেন, সুপ্রিম কোর্টে ৩ জুন পঞ্চায়েত সংক্রান্ত শুনানিতে মঙ্গলবারের ভোটের সমস্ত সন্ত্রাসের ভিডিও তুলে ধরা হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে