Advertisement
Advertisement

Breaking News

West Bengal reports 860 new covid cases in last 24 hours

Coronavirus Update: উৎসবের মাঝে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

কোভিড গ্রাফ প্রায় সকলের চিন্তা বাড়াচ্ছে।

West Bengal reports 860 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 12, 2021 6:50 pm
  • Updated:November 13, 2021 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড (Covid 19) গ্রাফ। সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। উৎসবের মরশুমে যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলেরই। তবে এই পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে পজিটিভিটি রেট। তা কমে দাঁড়াল ২.০৯ শতাংশ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও কলকাতায় নিম্নমুখী কোভিড গ্রাফ। একদিনে তিলোত্তমায় ২৩৩ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত ১৪৮ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জন। করোনা একদিনে প্রাণ কেড়েছে ১৪ জন। তার ফলে এখনও পর্যন্ত এ রাজ্যে করোনার বলি হয়েছেন ১৯ হাজার ২৯৪ জন।

Advertisement

[আরও পড়ুন: ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের দৌরাত্ম্য! নারী সুরক্ষায় এবার বিশেষ বাহিনী]

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তার ফলে ১ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.০৯ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাকসিনেশন। শুক্রবার গোটা রাজ্যে মোট ২ লক্ষ ৮২ হাজার ৭২৭ জনের টিকাকরণ হয়েছে। তার মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৯৫০ জন প্রথম এবং বাকি ১ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

Advertisement

চলছে জগদ্ধাত্রী পুজো। তাই উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রায় সকলেরই। তার উপর আবার আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুলও। করোনা সংক্রমণ আচমকা একলাফে আরও বাড়বে না তো, বারবার সে আশঙ্কাই যেন ঘুরপাক খাচ্ছে। সংক্রমণ থেকে রেহাই পেতে করোনাবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, তপসিয়ার বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগায় ছড়াল তীব্র চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ