নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: পৃথিবীর বয়স কত তাঁরা জানেন না৷ কিন্তু স্রষ্টার হাতে তৈরি পৃথিবী কত সুন্দর, তা কিছুটা হলেও জানেন৷ মানেন, এ পৃথিবীকে বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদেরও৷ সেই ভাবনা, সেই ভালবাসা থেকেই পৃথিবীকে একটু অন্যভাবে বরণ করে নিলেন মাইকেল তরুণ অ্যান্ড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড-এর সদস্যরা৷ সাড়ম্বরে পালিত হল পৃথিবীর জন্মদিন৷
[রসগোল্লায় কাঁচালঙ্কার স্বাদ! মিষ্টি যজ্ঞে অবাক রানাঘাট]
মহিষাদলের নাটশাল হাইস্কুল মাঠে আয়োজিত হয়েছিল এই জন্মদিনের অনুষ্ঠান৷ মাইকেল তরুণ অ্যান্ড সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড-এর উদ্যোগেই সোমবার দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় নাটশাল-এক গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জরী ধাড়া মান্না৷ এক কুইণ্টাল ওজনের কেক কেটে জন্মদিনে আসা প্রায় দু-হাজার মানুষকে খাওয়ানো হয়৷ শুভেচ্ছা জানানো হয় পৃথিবীর জন্য৷ আরও সহজ করে বলা যায়, পৃথিবীর সকল মানুষের জন্য৷ শর্ত একটাই৷ এই পৃথিবী, আমাদের জন্ম এবং কর্মস্থান৷ এখানকার পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর রাখার দায়-দায়িত্ব আমাদের সকলের৷ স্বাস্থ্যকর পরিবেশ, সুরক্ষা-সচেতনতা বার্তা জনমানসে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ৷ জানান, উদ্যোক্তাদের প্রধান মাইকেল তরুণ৷
[বাড়িতে ঢুকলেই কেন ফোন খারাপ? ৩০ বার মোবাইল পালটেও নাজেহাল এই ব্যক্তি]
এদিনের জন্মদিনকে কেন্দ্র করে বাড়তি পাওনা ছিল বাংলা লোকগান, আধুনিক গান৷ উদ্বোধক মঞ্জরী ধাড়া মান্না জানা, ‘পৃথিবীর জন্মদিন পালনের ভাবনা অভিনব৷ পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বার্তা এই কর্মসূচীর মধ্যে রয়েছে৷ এটা বেশ ভাল উদ্যোগ৷ এই কাজে সকল স্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন৷’ পৃথিবীর জন্মদিন পালনের এ হেন উদ্যোগে ব্রাজিল, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড থেকে আসা ভিডিও ‘মেসেজ’ জায়াণ্ট স্ক্রিনে দর্শকদের দেখানোর ব্যবস্থাও করা হয়৷ যাতে সকলে জীবনের এই আনন্দ ভাগ করে নিতে পারেন৷
[জিন্দালদের সিমেন্ট কারখানার সূচনা, বাসিন্দাদের সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রীর]