নিরুফা খাতুন: চলতি মরশুমে শীতপ্রেমীদের রীতিমতো হতাশই করেছে আবহাওয়া। ২ দিন শীতের আমেজ অনুভূত হলে পরবর্তী তিনদিন কেটেছে উষ্ণ। মাঘেও দেখা মেলেনি জাঁকিয়ে শীতের। তবে ফের ফিরবে শীত। চলতি সপ্তাহেই একধাক্কায় পারদ নামতে পারে ৩ ডিগ্রি, এমনটাই জানাল হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝা চলতি মরশুমে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে শীতে। জেলায় জেলায় হিমেল পরশ মিললেও বুধবার শহর থেকে উধাও শীত। এক ধাক্কায় বেড়েছে পারদ। আগামী দুদিন এমনই থাকবে আবহাওয়া। আগামিকাল দক্ষিণবঙ্গের নয় জেলা ও ২৩ জানুয়ারি ১২ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বেশি। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কিছু জায়গায়। তবে ২৬ জানুয়ারি থেকে ফের বইবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। কুয়াশার দাপট বাড়তে পারে। আগামী দুদিন মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। তারপরের দিন ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। প্রসঙ্গত, আগামী ৪৮ ঘণ্টায় অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং উত্তরবঙ্গ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.