Advertisement
Advertisement

পুরুষাঙ্গ-কাটা স্বামীর, ঘরে স্ত্রীর ঝুলন্ত দেহ

এই নৃশংসতার কারণ কী?

Wife Committed Suicide After Cutting Husband’s Genital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 10:31 am
  • Updated:November 11, 2016 10:31 am

স্টাফ রিপোর্টার: ভোরবেলা দরজা খুলেই চোখে পড়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলে৷ ধারালো অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া পুরুষাঙ্গ থেকে তখনও চুঁইয়ে চুঁইয়ে রক্তপাত হচ্ছে৷ ছেলের দেহের পাশেই গলায় দড়ি দিয়ে ঝুলছে বউমার মৃতদেহ৷ এরপরই চিৎকার করে সংজ্ঞাহীন হয়ে মেঝেতে পড়ে যান কৌশল্যা মান্না৷ পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, দাম্পত্য কলহের কারণে এই দুর্ঘটনা ঘটেছে৷
তবে একে অপরের বিরু‌দ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দুই পরিবার৷ ছেলের মা কৌশল্যা পুলিশের কাছে অভিযোগ জানান, বউমা সাগরিকাই তাঁর ছেলের পুরুষাঙ্গ কেটে নিয়ে আন্তঘাতী হয়েছেন৷ পুলিশের কাছে পাল্টা সাগরিকার দাদা অশোক বারুই অভিযোগ করেছেন, তাঁর বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির সদস্যরাই৷ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি নয় পুলিশ৷ ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মিনাখাঁ থানার ৪ নম্বর চৈতল গ্রামের৷ মহাদেবকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, দু’বছর আগে বিয়ে হয় চৈতল গ্রামের বাসিন্দা মহাদেব মান্না ও সন্দেশখালি থানার বেড়মজুর গ্রামের সাগরিকার৷ কোনও সন্তান না হওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত৷ মহাদেবের সন্দেহ, তাঁর স্ত্রীর সঙ্গে গ্রামের এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে৷ এই নিয়েও তাঁদের মধ্যে অশান্তি মাঝেমধ্যেই চরম আকার নিত৷
বুধবার গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা চলছিল৷ স্বামী-স্ত্রী একত্রে সেই মেলা দেখতে যান রাতে৷ সেখানে এক পরিচিত যুবকের সঙ্গে সাগরিকাকে কথা বলতে দেখেন মহাদেব৷ এই নিয়ে মেলাতেই কথাকাটাকাটি হয় তাঁদের৷ তারপর মেলা থেকে বাড়ি ফিরে আসেন দু’জনে৷ চৈতলা গ্রামের ওই বাড়ির একদিকে মহাদেবের বাবা মন্মথ মান্না ও মা কৌশল্যা থাকেন৷ অন্য দিকে থাকেন মহাদেব ও সাগরিকা৷ এদিন রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া শুনতে পেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন কৌশল্যা৷ মৃত সাগরিকার দাদা অশোক জানিয়েছেন, শ্বশুরবাড়ি অত্যাচার চালাত তাঁর বোনের উপর৷ এদিন জোর করে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে সিলিং থেকে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement