Advertisement
Advertisement

নিম্নচাপে থমকে শীত, বিক্ষিপ্ত বৃষ্টি শহরে

রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

Winter is distanced by rain and depression in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 1:54 pm
  • Updated:November 3, 2016 3:42 pm

স্টাফ রিপোর্টার: গুমোট গরম৷ দরদরিয়ে ঘাম৷ গত দু’দিন ধরে এরকমই অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে৷ সৌজন্যে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ৷ আর তার জেরেই শীত সম্ভাবনা আরও পিছিয়ে দিল আবহাওয়া দফতর৷ এই নিম্নচাপের জেরে থমকে রয়েছে উত্তুরে হওয়া৷ আর সে কারণেই হেমন্তের পরিষ্কার আকাশে গত কয়েকদিন ধরে রয়েছে মেঘের আচ্ছাদন৷ নভেম্বরের প্রথম সপ্তাহে শীতল হাওয়ার বদলে ভাদ্রের গরমের মতো ঘামছে শহর৷ এই অস্বস্তিকর পরিস্থিতি আরও কয়েকদিন বহাল থাকবে৷ আকাশে মেঘ থাকলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা৷ রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে৷ এটি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রের উপকূলের দিকে সরছে৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রির কাছাকাছি৷ সর্বনিম্ন ছিল ২৪ ডিগ্রি৷ নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আকাশে প্রচুর পরিমাণ মেঘ ঢুকেছে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়েছে৷

Advertisement

তার জেরেই এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে৷ কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে গত দু’দিন ধরে একটি দমবন্ধকরা পরিবেশ৷ বাসে, ট্রেনে যাত্রীদের দর দর করে ঘামতে দেখা যাচ্ছে৷ শুধু দিনের বেলাতেই নয়, নভেম্বরের রাতে যে হিমেল হাওয়া পাওয়া যায় গত কয়েকদিন ধরে তা ও নেই৷ দুর্গাপুজোর শেষে বৃষ্টির দাপটে মন খারাপ হয়ে গিয়েছিল বাঙালির৷ কালীপুজোতে ঘুর্ণিঝড় ‘কিয়ান্ত’-চোখরাঙানি দেখালেও আর বৃষ্টি হয়নি রাজ্যে৷ আসছে শীতের দিনের আনন্দের আপেক্ষায় বাঙালি৷ তবে এই নিম্নচাপ ফের শক্তিবৃদ্ধি করায়, একদিকে যেমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তেমনই পিছিয়েছে শীত৷ মেঘ কাটলেই ঢুকবে উত্তুরে হাওয়া৷ সেই আশাতেই এখন শুধু বৃষ্টি চাইছে রাজ্যবাসী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ