নিরুফা খাতুন: জানুয়ারির শেষেই শীত (Winter) কার্যত উধাও দক্ষিণবঙ্গ থেকে! তাপমাত্রার পারদ ২১ ডিগ্রি ছুঁতে চলল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। কলকাতায় এক রাতেই তাপমাত্রা লাফিয়ে বেড়েছে ৪ ডিগ্রি। সেইসঙ্গে মেঘলা আবহাওয়ায় কমেছে উত্তুরে হাওয়ার দাপট। সকালের দিকে মেঘলা আকাশ আর সামান্য কুয়াশা হলেও ধীরে ধীরে শীতের অনুভূতি আর টের পাওয়া যাচ্ছে না। বাড়ছে পূবালী হাওয়ার প্রভাব। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির (Rain) সম্ভাবনা বেশি। দিনভর মেঘলা আকাশ। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। পূবালী হওয়ার প্রভাব বাড়বে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩ ফেব্রুয়ারি। যার জেরে শীত বিদায়ের রাস্তা পরিষ্কার হতে চলেছে। দক্ষিণবঙ্গে বুধবার সকালে হালকা কুয়াশা, বেলা বাড়লেও মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়লো। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পুবালী হাওয়ার প্রভাব বাড়ছে। শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
এদিকে ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা জারি কয়েকটি এলাকায়। কুয়াশার দাপট থাকবে মালদহ এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন কুয়াশার সতর্কতা জারি।
এদিকে আজ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ। পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বেশি হবে। তবে বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.