Advertisement
Advertisement

Breaking News

Cyclone Remal

রেমালের বলি নামখানার বৃদ্ধা, বাড়ির চালে গাছ পড়ে প্রাণহানি

কেন তাঁকে নিরাপদ জায়গায় সরানো হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Woman died during Cyclone Remal in Mousuni Island
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2024 11:02 am
  • Updated:May 27, 2024 2:39 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রেমালের বলি আরও এক বৃদ্ধা। বাড়ির চালের উপর গাছ ভেঙে তাঁর প্রাণহানি হয়েছে বলেই খবর। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙার বাসিন্দা ওই বৃদ্ধা। চেষ্টা করলেও নিরাপদ জায়গায় তিনি সরতে রাজি হননি বলেই খবর। মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি।

মৃত রেণুকা মণ্ডল, নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙার বাসিন্দা। বছর আশির ওই মহিলা নিজের ঘরেই ছিলেন। সোমবার সকালে অ্যাসবেস্টাসের চালের উপর গাছ পড়ে। সেই সময় তিনি ওই ঘরে বসে খাওয়াদাওয়া করছিলেন। গাছ পড়ার ফলে প্রাণ যায় বৃদ্ধার।

Advertisement
Old-woman
রেমালের দাপটে মৃত রেণুকা মণ্ডল

বলে রাখা ভালো, নামখানায় ঝড়বৃষ্টি যে হবে, তা আগেই আঁচ করেছিল হাওয়া অফিস। সেই অনুযায়ী ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অশীতিপর বৃদ্ধা যেতে চাননি বলেই খবর। সে কারণে এমন দুর্ঘটনা ঘটল বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Namkhana
নামখানার বৃদ্ধার ভাঙা বাড়ি

[আরও পড়ুন: অরেঞ্জ ক্যাপ বিরাট, টুর্নামেন্টের সেরা নারিন, আইপিএলে আর কে কী জিতলেন?]

এর আগে রবিবার রাতে রেমালের দাপটে প্রাণ হারান কলকাতার এক যুবক। স্থানীয়দের দাবি, ১৫ নম্বর বিবির বাগান এলাকায় শেখ সাজিদ নামে এক ব্যক্তি পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ের ঘায়ে আঘাত পান। গুরুতর জখম অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। সব মিলিয়ে এখনও পর্যন্ত রেমালের দাপটে প্রাণ হারালেন ২ জন। শোকস্তব্ধ নিহতদের পরিবার।

[আরও পড়ুন: ইউটিউবার ধ্রুব রাঠির ভিডিওর জেরে ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন, নয়া অভিযোগ স্বাতীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ