Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

অরেঞ্জ ক্যাপ বিরাট, টুর্নামেন্টের সেরা নারিন, আইপিএলে আর কে কী জিতলেন?

সার্বিকভাবে ২০২৪ মরশুমটি দুর্দান্ত গেল কেকেআরের। নাইটরা যেমন দল হিসাবে দারুণ খেললেন, তেমনই ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটার জিতে নিলেন সেরার শিরোপা।

IPL 2024: here are the list of awards
Published by: Subhajit Mandal
  • Posted:May 27, 2024 12:48 am
  • Updated:May 27, 2024 12:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বারের জন্য আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কেকেআর। চেন্নাইতে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে সেরার সেরা খেতাব তুলে নিল নাইটরা। তবে গোটা আইপিএলে সেরার সেরা কারা? দেখে নেওয়া যাক এক নজরে।

অরেঞ্জ ক্যাপ: বিরাট কোহলি (আরসিবি)- ৭৪১ রান
পার্পল ক্যাপ: হর্ষল প্যাটেল (পাঞ্জাব কিংস)- ২৪ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনীল নারিন (কেকেআর)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন: সুনীল নারিন (কেকেআর)
ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ
ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন: জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক (দিল্লি ক্যাপিটালস)

Advertisement

[আরও পড়ুন: সেলুলয়েড হোক বা ময়দান, কামব্যাকের নাম শাহরুখ খান]

সর্বাধিক ছয়: অভিষেক শর্মা- ৪২ (সানরাইজার্স)
সর্বাধিক চার: ট্রেভিস হেড- ৬৪ (সানরাইজার্স)
ইমার্জিং প্লেয়ার: নীতীশ রেড্ডি (সানরাইজার্স)
সেরা ক্যাচ: রমণদীপ সিং (কেকেআর)
সেরা স্টেডিয়াম: রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ: মিচেল স্টার্ক
ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ: মিচেল স্টার্ক

Advertisement

এক নজরে আইপিএলে কে কত টাকা পেল?

চ্যাম্পিয়ন: ২০ কোটি (কলকাতা নাইট রাইডার্স)
রানার্স আপ: ১২.৫ কোটি (সানরাইজার্স হায়দরাবাদ)
তৃতীয়: ৭ কোটি (রাজস্থান রয়্যালস)
চতুর্থ: ৬.৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১০ লক্ষ টাকা (সুনীল নারিন)
অরেঞ্জ ক্যাপ জয়ী: ১০ লক্ষ টাকা (বিরাট কোহলি)
পার্পল ক্যাপ জয়ী: ১০ লক্ষ টাকা (হর্ষল প্যাটেল)

[আরও পড়ুন: গম্ভীরকে কেকেআরে রাখতে ব্ল্যাঙ্ক চেক শাহরুখের! থাকবেন কি নাইট মেন্টর?]

সার্বিকভাবে ২০২৪ মরশুমটি দুর্দান্ত গেল কেকেআরের (KKR)। নাইটরা যেমন দল হিসাবে দারুণ খেললেন, তেমনই ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটার জিতে নিলেন সেরার শিরোপা। গোটা মরশুমে কেকেআর হেরেছে মাত্র ৩ ম্যাচ। যা এ পর্যন্ত আইপিএলে রেকর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ