Advertisement
Advertisement
Mohammed Shami

শামির জোরে বোলিংয়ের রহস্য কী? ভারতের তারকা বোলারের ডায়েট প্ল্যান ফাঁস

শামি সম্পর্কে অজানা তথ্য ফাঁস করেছেন তাঁর বন্ধু।

Mohammed Shami's friend Umesh Kumar opened up on the pacer's diet and spilled the beans on his love for mutton

মহম্মদ শামি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 26, 2024 6:43 pm
  • Updated:July 26, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ ওভারের বিশ্বকাপে শেষ বার খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরে একাধিক টুর্নামেন্ট হয়ে গেলেও দেশের জার্সিতে মহম্মদ শামিকে আর দেখা যায়নি। অস্ত্রোপচার হওয়ায় তিনি মাঠের বাইরে। এখন অল্পস্বল্প অনুশীলন শুরু করেছেন। তবে পুরো ছন্দে ধরা দেননি শামি। বঙ্গপেসার সম্পর্কে তাঁর বন্ধু অজানা এক তথ্য জানিয়েছেন। সেই বন্ধুর কথায় প্রতিদিন শামির এক কেজি মাটন দরকার হয়।
শামির বন্ধু উমেশ কুমার ভারতীয় পেসারের ডায়েট নিয়ে মন্তব্য করেছেন। শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলে শামির বন্ধুকে বলতে শোনা গিয়েছে, ”শামি সব সহ্য করতে পারে। কিন্তু মাটন ছাড়া থাকতে পারে না। একদিন যদি মেন্যুতে মাটন না থাকে, তাহলে দ্বিতীয়দিনে বিরক্ত হয়ে ওঠে। একদিন যদি এক কেজি মাটন না খায়, তাহলে ওর বোলিংয়ের গতি ১৫ কিমি কমে যায়।”

[আরও পড়ুন: পাত্তাই পেল না বাংলাদেশ, জাহানারাদের উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা]

পুরোদস্তুর সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন শামি? শ্রীলঙ্কা সফরে দল রওনা হওয়ার আগে নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছিলেন, পুরোদস্তুর সেরে উঠতে শামির কতদিন লাগবে, সেব্যাপারে কিছুই জানেন না তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ শামিকে পাওয়াই একমাত্র লক্ষ্য। আগরকর বলেছিলেন, ”বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর। তার আগে সুস্থ শামিকে পাওয়াই লক্ষ্য।”
সামনে একাধিক টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। সেই কারণে ফাস্ট বোলারদের তৈরি রাখতে হবে। আগরকর বলেন, ”সামনে অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আমাদের গভীরতা দরকার। বুমরাহ, শামি এবং সিরাজ রয়েছে ঠিকই তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিতে হবে, তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য।”

Advertisement

[আরও পড়ুন: খাবারের সংকট প্যারিস অলিম্পিকে, ডাল-রুটি খেয়ে দিন কাটাচ্ছেন ভারতীয় বক্সার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement