বিক্রম রায়, কোচবিহার: কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়…. সকাল থেকে কিছু খায়নি ছেলে। তাই সন্ধ্যাবেলা খালি পেটে বাড়ি থেকে বের হতে বারণ করেছিলেন মা। সেই ‘অপরাধে’ মরতে হল এক মহিলাকে! মাকে গুলি করে খুন করল ছেলেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। অভিযুক্ত ছেলে পলাতক।
[বিজয়া সারতে এসে বিপাকে জামাই, বেধড়ক মারধর করলেন স্ত্রী ও শাশুড়ি]
কোচবিহারের দিনহাটার খারিজ বানিয়াদহ এলাকায় থাকেন বছর ষাটেকের বানুবালা সরকার। তাঁর দুই ছেলে। বড় ছেলে সাগর, মাছ ব্যবসায়ী। পরিবারের লোকেরা জানিয়েছেন, শুক্রবার, দশমীর দিন বাড়ি ফেরেনি সাগর। শনিবার সকালের মদ্যপ অবস্থায় বাড়িতে আসে সে। খাওয়াদাওয়া না করেই শুয়ে পড়েছিল। বিকেলে যখন ফের বাড়ি থেকে বের হচ্ছিল সাগর, তখন বাধা দেন বানুবালাদেবী। ছেলেকে কিছু খেয়ে যেতে অনুরোধ করেছিলেন তিনি। এই নিয়ে মা-ছেলের কথা কাটাকাটি হয়। তার জেরেই বানুবালা সরকারকে তাঁর ছেলে সাগর গুলি করে খুন করেছে বলে অভিযোগ। মৃতার ছোট পুত্রবধূ কোকিলা সরকার জানিয়েছেন, শাশুড়ির আর্ত চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি বানুবালাদেবীকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটার খারিজ বানিয়াদহ এলাকায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সাগর সরকার। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
[ চিতায় তোলার আগেই শ্মশানে নড়ে উঠল দেহ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য]