Advertisement
Advertisement

হাতুড়ে ডাক্তারকে দিয়ে গর্ভপাতে বিপত্তি, সিউড়িতে চাঞ্চল্য

চেম্বার বন্ধ করে এলাকা থেকে বেপাত্তা অভিযুক্ত।

Woman's life in danger after abortion, quake doctor in scanner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2018 1:23 pm
  • Updated:January 24, 2018 1:23 pm

নন্দন দত্ত, সিউড়ি: হাতুড়ে চিকিৎসককে দিয়ে গর্ভপাত করাতে গিয়ে বিপাকে প্রসূতি। বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকার নবগ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[মন্দিরে পরপর বাল্যবিবাহ, দক্ষিণার ‘ঘুষে’ চুপ পুরোহিত]

প্রসূতির অভিযোগ, বনমালী মণ্ডল নামে ওই হাতুড়ে চিকিৎসক গর্ভপাত করাতে তাঁর শরীরে নিষিদ্ধ ড্রাগ প্রয়োগ করেছেন।এদিকে ঘটনার পর থেকেই ওই হাতুড়ে চিকিৎসক ময়ূরেশ্বরের নবগ্রামে নিজের চেম্বার বন্ধ করে এলাকা থেকে বেপাত্তা হয়েছেন। প্রসূতি বিশেষজ্ঞ তথা আইএমএ-র রাজ্য কমিটির সদস্য দেবাশিস দেবাংশী অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক বনমালী মণ্ডলের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

[চাঁদার নামে জুলুম, এবার হেনস্তার শিকার খোদ সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়]

এই ঘটনায় জেলার চিকিৎসক মহলে শোরগোল পড়ে গিয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি জানান, এটি একটি গর্হিত অপরাধ। ওই কোয়াক ডাক্তারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। জেলার প্রসূতি বিশেষজ্ঞদের অভিযোগ, অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক নিজেকে চিকিৎসক দাবি করে দীর্ঘদিন ধরে প্রেসক্রিপশন লিখে আসছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ