Advertisement
Advertisement
Sandeshkhali

সন্দেশখালিতে ফের মহিলা বিক্ষোভ, টার্গেট তৃণমূল নেতারা

পিঁপড়েখালিতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি কর্মী।

Women of Sandeshkhali started protest against TMC leader
Published by: Subhankar Patra
  • Posted:May 14, 2024 4:19 pm
  • Updated:May 14, 2024 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি রামপুর এলাকার বাগদিপাড়ায় ফের উত্তেজনা। রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে মারধর শারীরিক অত্যাচারের অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন মহিলারা। অন্যদিকে, রবিবার সন্দেশখালির পিঁপড়াখালিতে ফেরিঘাটের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগে জুলফিকার মোল্লা নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।

ফের দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali)। সোমবার রাতে বাগদিপাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের (Suvendu Adhikari) পোস্টার ছেড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষ হয়। অভিযোগ রাতের অন্ধকারে গ্রামবাসীদের উপর অত্যাচার করেন তৃণমূলের নেতারা। তাঁদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের তালিকায় সায় আচার্য বোসের! নতুন করে ২১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ‘সুপ্রিম’ নির্দেশ]

অপরদিকে, রবিবার সন্দেশখালির পিঁপড়েখালিতে ফেরিঘাটের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ অর্থ লুঠের ঘটনায় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি (BJP) কর্মীকে। তার থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতায়ের সময় এই বন্দুক ব্যবহার করেছিল জুলফিকার। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালাতে আবেদন জানানো হবে।

এদিকে যাকে নিয়ে এই সন্দেশখালি কাণ্ড। সেই শেখ শাহজাহান সিবিআই হেফাজতে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের দাবি অস্ত্রের কারবার খুলে বসেছিল সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। সিবিআইয়ের অভিযোগ মাছ দিয়ে বন্দুক ঢাকতে চেয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: উড়ালপুল থেকে নিচে পড়ল ছাইবোঝাই ডাম্পার, দুর্গাপুরে মৃত ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement