তালা লাগানো হচ্ছে নেতার ঘরে। নিজস্ব চিত্র
সুমন করাতি, হুগলি: নতুন-পুরনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে রাজ্য বিজেপির অন্দরে। খোদ বিজেপি সভাপতির ঘরে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির শ্রীরামপুরে। পুরনো যোগ্যদের সরিয়ে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই অভিযোগ তোলা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা।
শ্রীরামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেএম শা স্ট্রিটে তিন তলা ভবনে রয়েছে শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির। সেখানেই একটি ঘরে বসেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক। আজ শুক্রবার বিজেপির কর্মীদের একটা অংশ সেখানে যান। ওই নেতার ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যারা পুরনো কর্মী, যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের সরিয়ে রাখা হচ্ছে। নতুনদের সামনে আনা হচ্ছে। জেলা সভাপতির কাছের লোকদের বিভিন্ন পদ পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক অযোগ্য। তিনি সেভাবে দলের কাজ করেন না। ওই এলাকায় সংগঠন ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন কবীর শঙ্কর বোস। তাঁকেও কোন কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ। যদিও এসব অভিযোগ গায়ে মাখছেন না বিজেপি নেতা মোহন আদক। তিনি বলেন, “আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে। আর তাতে জেলা সভাপতির কোনও ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মণ্ডল রিটার্নিং অফিসার বিষয়টি দেখছেন।”
তিনি আরও বলেন, “আমরা যদি সঙ্ঘবদ্ধ না থাকতাম, তাহলে ৭৪হাজার সদস্য সংগ্রহ করতে পারতাম না। কারা বিক্ষোভ দেখিয়েছে তালা মেরেছে আমি জানি না।” বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। বিজেপির কেউ এই তালা মারার কাজের সঙ্গে যুক্ত নন বলে তিনি পালটা দাবি করেছেন। এদিনের ঘটনায় এলাকার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.