Advertisement
Advertisement

Breaking News

South 24 Pargana

পিকনিকে নাচানাচিতে বাধা! আক্রোশে যুবকের লাঠির ঘায়ে বেঘোরে প্রাণ গেল ব্যক্তির

বছরের শুরুতে পিকনিকের আনন্দ রূপ নিল বিষাদে।

Youth killed man after he stopped him from dancing on picnic । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:January 1, 2024 5:55 pm
  • Updated:January 1, 2024 6:10 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পিকনিকে নাচে বাধা। আর তার জেরে বচসায় বর্ষবরণের রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আশুতি রথতলার ঘটনা।

ওই এলাকারই বাসিন্দা প্রবীর মণ্ডল পিকনিকের আয়োজন করেছিলেন। পিকনিকে অংশগ্রহণকারীদের একাংশের দাবি, আমন্ত্রণ করা না হলেও অংশ নিতে যায় শুভেন্দু নস্কর ওরফে ভোলা। বছর আঠাশের ওই যুবকের দাবি, সে নাচতে গিয়েছিল। তাতে বাধা দেন প্রবীর মণ্ডল। পিকনিক শেষে রাত আড়াইটে নাগাদ বাড়ি ফিরছিলেন সকলে।

Advertisement

[আরও পড়ুন: বহুজাতিক সংস্থাকে টেক্কা স্বনির্ভর গোষ্ঠীর, সরস মেলায় বিপুল লক্ষ্মীলাভ নমিতাদের]

অভিযোগ, সেই সময় লাঠি হাতে প্রবীরের উপর হামলা চালায় শুভেন্দু। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। প্রবীরকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, প্রাণ গিয়েছে তাঁর।

Advertisement

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুভেন্দুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর থেকে ফেরার শুভেন্দু। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, এর আগেও একাধিক অপরাধমূলক কাজে নাম জড়িয়েছে শুভেন্দুর। পেশায় দর্জি প্রবীরের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ