Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

মুর্শিদাবাদে নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ ও খুন, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কলাবাগানে পুঁতে রাখা হয়েছিল মৃতদেহ।

Youth sentenced to life murder of lover in Murshidabad

অভিযুক্ত যুবক

Published by: Sayani Sen
  • Posted:December 5, 2024 7:59 pm
  • Updated:December 5, 2024 7:59 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: প্রেমিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি চলছিল। বিচারক ঋষি কুশারী ওই নির্দেশ দেন। দোষী যুবকের নাম আতাবুর শেখ ভোলা। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুরে। নির্যাতিতার বাড়ি পমাইপুরের পশ্চিমপাড়ায়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের ১৪ আগস্টের। দশম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়। জানা গিয়েছে, ওই নাবালিকা বাড়ি থেকে শৌচকর্মের নাম করে বেরিয়েছিল। আতাবুর শেখ তাকে ফুঁসলিয়ে তার বাড়ি থেকে নিয়ে যায়। তারপর থেকে আর ওই নাবালিকার কোনও সন্ধান মেলেনি। দুদিন পরে আতাবুর শেখের নামে থানায় অভিযোগ করেন মৃতার বাবা। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদে সে তার কুকর্মের কথা স্বীকার করে।

Advertisement

জানা যায়, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। শুধু তাই নয়, খুনের পর ওই কিশোরীকে এলাকার একটি কলাবাগানে পুঁতে রাখা হয়। পুলিশ ধৃতকে সঙ্গে করে ওই কলাবাগান থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৩০২ ও ৩০১ ধারায় মামলা দায়ের হয়। ৮৬ দিনের মাথায় চার্জশিট দাখিল করে পুলিশ। এদিন ওই মামলায় বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। এদিন আতাবুর শেখকে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হল। জানা গিয়েছে, ওই মামলার ৩০১ ধারায় অতিরিক্ত ৭ বছর, ৩৬৩ ধারায় আরও ৭ বছর এবং ৩৬৫ ধারার মামলায় আরও দুই বছর অতিরিক্ত সাজা শোনানো হয়েছে। সঙ্গে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। ৩৬৫ ধারায় দুই হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। অনাদায়ে আরও পাঁচ হাজার টাকা জরিমানা শোনানো হয়েছে। আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার। এদিন আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড়ও দেখা গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement