১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

Published by: Sayani Sen |    Posted: May 7, 2023 5:19 pm|    Updated: May 7, 2023 5:19 pm

Bank of Baroda inviting applications for the post of 157 specialist office । Sangbad Pratidin

ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক অফ বরোদা। রিলেশনশিপ ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট এবং ফোরেক্স অ্যাকিউজিশন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ মে’র মধ্যে আবেদন করতে হবে।

কারা কোন পদে আবেদনের যোগ্য:
রিলেশনশিপ ম্যানেজার

  • স্নাতক এবং ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েটরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • সিএ/সিএফএ/সিএস/সিএমএ হলে অগ্রগণ্য।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

ক্রেডিট অ্যানালিস্ট
  • স্নাতক এবং ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েটরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • সিএ/সিএফএ/সিএস/সিএমএ হলে অগ্রগণ্য।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ফোরেক্স অ্যাকিউজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার:
স্নাতক এবং মার্কেটিং/সেলসে পোস্ট গ্র্যাজুয়েটরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
www.bankofbaroda.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের সময়সীমা:
আগামী ১৭ মে’র মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া:
অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের খোঁজে www.bankofbaroda.co.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে