BREAKING NEWS

২১ অগ্রহায়ণ  ১৪৩০  বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঁচ রাজ্যের রায়

মিজোরাম (৪০/৪০) এগিয়ে / জয়ী
এমএনএফ ১০
জেডপিএম ২৭
কংগ্রেস
বিজেপি
অন্যান্য
মধ্যপ্রদেশ (২৩০/২৩০) জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

শিশুদের জন্য কাজ করতে চান? আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ

Published by: Sayani Sen |    Posted: July 10, 2022 1:37 pm|    Updated: July 10, 2022 1:37 pm

Directorate of Child Rights & Trafficking, Kolkata invites online applications for the post of member of the Child Welfare Committee । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু সুরক্ষায় কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, শিশু কল্যাণ কমিটিতে (Child Welfare Committee) ১৬ জন সদস্য নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে চারজন করে মোট ১৬ জনকে নিয়োগ করা হবে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্য।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

  • শিশুদের শিক্ষা, স্বাস্থ্য অথবা কল্যাণমূলক কাজে যুক্ত থাকার কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
  • শিশু মনস্তত্ত্ব/আইন/সমাজতত্ত্ব/হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: IBPS-এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর বয়সসীমা
১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে ন্যূনতম ৩৫ থেকে সর্বোচ্চ ৬৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
http://wbcdwdsw.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ২৭ জুলাইয়ের মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের http://wbcdwdsw.gov.in/ ওয়েবসাইটে অবশ্যই নজর রাখতে হবে।

[আরও পড়ুন: নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য সুখবর, রয়েছে মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে