Advertisement
Advertisement

Breaking News

DRDO

DRDO-তে চাকরির সুযোগ, আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?

DRDO is inviting applications for the 01 position
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 12, 2025 11:25 pm
  • Updated:May 22, 2025 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (DRDO) চাকরির স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে DRDO। কীভাবে আবেদন করবেন? শূন্যপদ কতগুলো? আবেদনের শেষ তারিখই বা কবে? জেনে নিন যাবতীয় তথ্য।

মোট শূন্যপদ- ১টি

পোস্ট- রিসার্চ অ্যাসোসিয়েট

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা- বায়োমেডিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি হলে আবেদন করতে পারেন। এমই বা এমটেক হলেও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স- ২০ মে ২০২৫ তারিখে আপনার বয়স ৩৫ বছরের মধ্য়ে হলেই আবেদন করতে পারবেন। তবে তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মিলবে ছাড়।

আবেদনের পদ্ধতি- www.drdo.gov.in–প্রথমে ডিআরডিও-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে পেয়ে যাবেন “What’s New” সেকশন। তাতে মিলবে আবেদন পত্র। যাবতীয় তথ্য দিন, প্রয়োজনীয় নথি সাবমিট করুন। 

নিয়োগের পদ্ধতি- স্ক্রিনিং ও ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ। তবে লিখিত পরীক্ষাও হতে পারে। এবিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। 

আবেদনের শেষ তারিখ – ২০ মে, ২০২৫

** আবেদেনের পূর্বে অবশ্যই ডিআরডিও-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তিতে নজর রাখবেন আরও বিস্তারিত তথ্যের জন্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement