Advertisement
Advertisement

Breaking News

Education Expo

দ্বাদশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? পড়ুয়াদের দিশা দেখাতে সল্টলেকে এডুকেশন এক্সপো

কবে শুরু এই মেলা?

Education Expo in Salt Lake to guide students
Published by: Subhankar Patra
  • Posted:May 29, 2025 9:44 pm
  • Updated:May 29, 2025 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। স্কুলের গণ্ডি পেরিয়ে শুরু হবে কলেজ জীবন। এবার অন্য খাতে গড়াবে জীবন। কলেজ -বিশ্ববিদ্যালয়ের অজানা গলিতে হাঁটবে এক ঝাঁক তরুণ-তরুণী। এই সময়ে সঠিক কোর্স, ঠিক কলেজ বা বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া আবশ্যিক। আগামী জীবনের সাফল্য পাওয়া যাবে এই সিদ্ধান্তের উপর নির্ভর করেই। কিন্তু অনেক ছাত্রছাত্রী বুঝতে পারেন না কোন কোর্স নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। চিন্তায় থাকেন অভিভাবকরাও। তাঁদের দিশা দেখাতেই টিভি ৯ নেটওয়ার্ক ২ দিনের এডুকেশন মেলার আয়োজন করতে চলেছে।

দ্বাদশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? কোন কোর্স নিয়ে কোন কলেজে ভর্তি হবেন, তা নিয়েও অনেকের সঠিক ধারণা থাকে না। পড়ুয়াদের সেই দিশা দেখাতে ৩১ মে ও ১ জুন সল্টলেকের সেক্টর ফাইভের কলেজ মোড়ে বোস ইন্সস্টিটিউট (বসু বিজ্ঞান মন্দির)-এ ২দিন ব্যাপি এডুকেশন মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ অবাধ।

এই মেলায় উপস্থিত থাকবেন বিশেষজ্ঞরা। কোন কোর্স নিয়ে পড়লে কোন পথে এগানো যাবে। চাকরির সুযোগ কতটা। বেসরকারি ক্ষেত্রে বা সরকারি কোন কোন দপ্তরে কাজের সুযোগ পাওয়া যাবে। শিক্ষকতার সুযোগ আছে কি না। সব বিস্তারে জানাবেন বিশেষজ্ঞরা। এমন একাধিক কোর্সের সম্পর্কে জানতে পারবেন, যেগুলি হয়তো জানা ছিল না। শুধু তাই নয় কোর্সগুলি কোথায় পড়ানো হয়, সেই সব তথ্যও পাওয়া যাবে এই এডুকেশন মেলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement