Advertisement
Advertisement

ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন

অনলাইনেই করা যাবে আবেদন৷

IBPS recruitment for probationary officer, apply now
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2018 5:18 pm
  • Updated:August 16, 2018 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রবেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ হবে ব্যাংকে৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন৷ www.ibps.in এই ওয়েবসাইটে গিয়েই চাকরির বিষয়ে যাবতীয় তথ্য পাবেন আবেদনকারীরা৷ ওই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷  মোট ৪১০২টি  শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷  এলাহাবাদ, অন্ধ্র, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, দেনা ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, বিজয়া ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে৷   

[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ পয়লা আগস্ট, ২০১৮ পর্যন্ত বয়স ২০বছর হলেই আবেদন করতে পারবেন৷ সরকারি নিয়ম অনুযায়ী, এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর ও ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে৷ www.ibps.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ ১৪ আগস্ট থেকেই আবেদন জমা শুরু হয়েছে৷ একমাসের মধ্যে আগামী  ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা৷ রেজিস্ট্রেশনের মাধ্যমে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে৷ সাধারণ প্রার্থীদের ৬০০টাকা জমা দিতে হবে৷ তবে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের ব্যাংকে জমা দিতে হবে মাত্র ১০০টাকা৷ অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা৷ আগামী ১৮ নভেম্বর সফল প্রার্থীদের অনলাইনে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে৷ অনলাইন মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ পাবেন৷ ২০১৯-র জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ৷

Advertisement
[বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ]

প্রিলিমিনারি পরীক্ষার দিন, সময় ও কোথায় সিট পড়বে তা জানতে আবেদনকারীদের নজর রাখতে হবে www.ibps.in এই ওয়েবসাইটে৷ কোন কোন প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তাও জানা যাবে ওই ওয়েবসাইটেই৷

[হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement