Advertisement
Advertisement

Breaking News

JOB

ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

এখুনি আবেদন করুন।

Indian Statistical Institute, Kolkata (ISI Kolkata) invites online application for 10 posts | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 30, 2021 3:25 pm
  • Updated:April 30, 2021 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) পরিস্থিতিতে চাকরি হারানোর আশঙ্কা করছেন বহু মানুষ। তবে নিয়োগও চলছে। এবার ১০ জন কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য।

মোট শূন্যপদ – ১০ (প্রোজেক্ট লিংকড জুনিয়র রিসার্চ ফেলো)

Advertisement

শিক্ষাগত যোগ্যতা – এম.ই অথবা এম.টেক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্ত অথবা স্ট্যাটিস্টিকস, গণিত, কম্পিউটার সায়ান্সে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। (ফাইনাল বর্ষের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।)

Advertisement

* কম্পিউটার প্রোগ্রামিং (সিআইসি+/জাভা/পাইথন) জানা থাকতে হবে।

[আরও পড়ুন: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনের চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?]

বয়স – ১ এপ্রিল ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেসিক পে – এই পদে নিযুক্তদের বেসিক বেতন হবে ৩১,০০০ টাকা।

নিয়োগের পদ্ধতি – লিখিত অথবা অনলাইনে পরীক্ষা হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। (পরীক্ষার তারিখ, দিন, স্থান জানানো হবে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে।)

আবেদনের পদ্ধতি – সংস্থার লিংকে (www.isical.ac.in) আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। পরবর্তীতে তা কাজে লাগতে পারে। (উপরিউক্ত লিংকে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি জানা যাবে।)

আবেদনের শেষ তারিখ – আবেদনের শেষ তারিখ ১৪ মে ২০২১।

তাহলে আর দেরি কেন, আবেদন করুন এখুনি।

[আরও পড়ুন: স্নাতক হলেই প্রচুর চাকরির সুযোগ BECIL-এ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ