সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে মোট ২২জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal pollution control board)। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ জুনের মধ্যে আবেদন করতে হবে। রইল আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
প্রজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ: ১১টি
এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁদের হলদিয়া, বারাকপুর, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, হাওড়া কিংবা কলকাতার এয়ার কোয়ালিটি মনিটরিং সেলে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিভিল/আর্কিটেকচার ও প্ল্যানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
২. কম্পিউটারের ক্ষেত্রে এম এস অফিস সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. এছাড়া ১ বছরের বেশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজেক অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ৩৫ হাজার টাকা।
[আরও পড়ুন: করোনা কালে সেনা হাসপাতালে মোটা বেতনের চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি]
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদ: ১১টি
এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁদের হলদিয়া, বারাকপুর, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, হাওড়া কিংবা কলকাতার এয়ার কোয়ালিটি মনিটরিং সেল অথবা রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেড কোয়ার্টারে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সিভিল/আর্কিটেকচার ও প্ল্যানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
২. কম্পিউটারের ক্ষেত্রে এম এস অফিস সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৩. এছাড়া ১ বছরের বেশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজেক অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ৪২ হাজার টাকা।
আপাতত ১ বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার নিরিখে ৫ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়তে পারে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র [email protected] এই মেল আইডিতে পাঠাতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে উপরোক্ত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউর দিনক্ষণ:
রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেড অফিস অর্থাৎ বিধাননগরে নেওয়া হবে ইন্টারভিউ। তবে কবে নেওয়া হবে ইন্টারভিউ, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সে সংক্রান্ত তথ্যের জন্য https://www.wbpcb.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।