Advertisement
Advertisement

Breaking News

Lady Counselor Jobs

বীরভূম ও পশ্চিম বর্ধমানে মিলতে পারে সরকারি চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Lady Counselor Jobs under District Health and Family Welfare Samity ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 20, 2020 3:26 pm
  • Updated:October 20, 2020 3:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, লেডি কাউন্সেলর পদে কর্মী নিয়োগ হবে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বীরভূমে লেডি কাউন্সেলর পদে একজনকে এবং পশ্চিম বর্ধমানে ব্লক লেডি কাউন্সেলর পদে ২ জনকে নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনের শর্ত:
১. সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/অ্যানথ্রোপোলজি/হিউম্যান ডেভলপমেন্টে স্নাতক অথবা স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারী বীরভূমের বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা:
সমাজসেবামূলক কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী জায়গায় কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারে।
বেতন:
লেডি কাউন্সেলর পদে নিযুক্ত প্রতি মাসে ১৩ হাজার ৫৬০ টাকা এবং ব্লক লেডি কাউন্সেলর পদে নিযুক্ত প্রার্থী ১৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

Advertisement

[আরও পড়ুন: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা খতিয়ে দেখে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের ফি হিসাবে সাধারণ বা জেনারেল প্রার্থীদের ১০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
বীরভূমে লেডি কাউন্সেলর পদের জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (ডিপিএমইউ সেকশন), নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট অফিস: সিউড়ি, জেলা: বীরভূম, পিন কোড: ৭৩১১০১, পশ্চিমবঙ্গ।

Advertisement

বীরভূমে আবেদনকারীদের আগামী ১৫ নভেম্বর বিকেল চারটের মধ্যে উপরোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ব্লক লেডি কাউন্সেলর পদে আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর।

বীরভূমের আবেদনকারীদের আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://www.birbhum.gov.in ব্লক লেডি কাউন্সেলর পদে আবেদনকারীদের www.wbhealth.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: দিতে হবে না ইন্টারভিউ! কেন্দ্রের পথে হেঁটে সরকারি চাকরির নিয়োগে আমূল বদল ২৩ রাজ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ