Advertisement
Advertisement

Breaking News

২০১৯-এর আগে ফের আড়াই লক্ষ চাকরির প্রতিশ্রুতি মোদির

দু’কোটির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রধানমন্ত্রী, উঠছে অভিযোগ।

Modi Govt aims to generate jobs in 2.5 lakh Gram Panchayats
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2018 4:57 pm
  • Updated:July 13, 2018 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু, গত চার বছরে পূরণ হয়নি সেই প্রতিশ্রুতি৷ ২০১৯-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের কর্মহীন যুবক-যুবতীদের জন্য চাকরির প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে, এবার দু’কোটি পরিবর্তে আড়াই লক্ষ চাকরি প্রতিশ্রুতি দিয়ে ক্ষান্ত থাকলেন নমো৷

[লোকসভা নির্বাচনের রণনীতি স্থির করতে পাটনায় নীতীশ-অমিত বৈঠক]

বৃহস্পতিবার রাজধানীর দূরদর্শন কেন্দ্রে বসে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধম্যে কথা বলেন প্রধানমন্ত্রী৷ কৃষি ও স্বনির্ভরতায় গ্রামবাসীদের সাফল্যকে এদিন ফলাও করে দেখানো হয়৷ কেন্দ্রের একাধিক প্রকল্পের কথা তুলে ধরে গ্রামবাসীদের এই সাফল্যকে সরকারের সাফল্য বলেও তুলে ধরা হয়৷ টিভিতে কেন্দ্রের সাফল্যের জয়গান শোনানোর পাশাপাশি সুযোগ বুঝে গ্রামীণ স্তরে আড়াই লক্ষ চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদি৷ জানান, আগামী কয়েক বছরের মধ্যে গ্রামপঞ্চায়েতে বিভিন্ন ক্ষেত্রে ২.৫ লক্ষ কর্মী নিয়োগ করবে কেন্দ্র সরকার৷ দীনদয়াল উপাধ্যায় যোজনা ন্যাশলান রুরাল লাইভলিহুড মিশন ও দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা এবং রুরাল সেলফ্ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিশ্রুতি দেন নমো৷ এদিন মোদি বলেন, ‘‘গ্রামে কর্মসংস্থা বাড়ানোর উপর সরকার গুরুত্ব দিচ্ছে৷ গ্রামের অর্থনীতি মজবুত করার লক্ষ্যে আমরা গোটা দেশে আড়াই লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব৷’’ গ্রামের বাসিন্দাদের স্বনির্ভতার করার লক্ষ্যে দীনদয়াল অন্তোদয় যোজনার মাধম্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি৷

Advertisement

[লক্ষ্য সংরক্ষণ, ৬৬ বছর পর বিশ্বের দীর্ঘতম নখ কাটলেন শ্রীধর]

এদিন সকালে ভবানীপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও শান্ত ছিল নিউটাউন৷ এদিন নিউটাউনের জগৎপুরে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলীয় কর্মীদের পাশে বসিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শোনান দিলীপ৷ এদিন সকালে নিউটাউনের প্রমোদগড়ের জগৎপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন মোদি৷ স্বনির্ভরতার লক্ষ্যে মহিলারা আরও কীভাবে এগিয়ে যাতে পারেন, তা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও দীনদয়াল উপাধ্যায় যোজনা ন্যাশলান রুরাল লাইভলিহুড মিশন ও দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা এবং রুরাল সেলফ্ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কীভাবে দেশের বাকি মহিলারা স্বনির্ভর হতে পারবেন তা নিয়েও আলোচনা করেন৷ পাশাপাশি, দেশের অর্থনীতির বিকাশে কৃষির ভূমিকা ও ভারত সরকারের অবদান প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করেন মোদি৷ এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সঙ্গে কথা বলেছেন৷ খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে ওঁরাও খুবই খুশি৷’’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ