Advertisement
Advertisement
এসএসসি

স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

৩১ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না৷

SSC is inviting application from the eligible candidates for 1350 posts
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2019 3:49 pm
  • Updated:August 10, 2019 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ৷ স্টাফ সিলেকশন কমিশনে মাল্টি টাস্কিং স্টাফ, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক-সহ একাধিক শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে৷ মোট ১৩৫০জন কর্মীকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে৷ আগ্রহী প্রার্থীকে আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে৷

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
২. সর্বোচ্চ স্নাতক প্রার্থীদের আবেদন গ্রাহ্য৷
৩. হিন্দি, ইংরাজি এবং বাংলা ভাষায় অবশ্যই পড়া এবং লিখতে পারার যোগ্যতা থাকা বাঞ্ছনীয়৷

Advertisement

[আরও পড়ুন: ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো?]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ ১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩০ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য হবে৷ এছাড়াও তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সাধারণের চেয়ে ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে অন্তত ৩ বছর ছাড় পাবেন৷

Advertisement

আবেদনের পদ্ধতি:
https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন৷ আবেদনকারীকে ব্যাংকে ১০০টাকা ফি হিসাবে জমা দিতে হবে৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর একটি চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানই আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]

নিয়োগের পদ্ধতি:
আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে৷ তাতে সফল হলেই মিলবে চাকরি৷
বেতন:
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে অনুযায়ী বেতন পাবেন৷

বিঃ দ্রঃ- কবে, কোথায় পরীক্ষা হবে তা জানার জন্য আবেদনকারীদের অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে নজর রাখতে হবে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ