Advertisement
Advertisement

Breaking News

Indian Coast Guard

উপকূলরক্ষী বাহিনীতে চাকরি করতে চান? জেনে নিন আবেদনের শর্ত

জেনে নিন, কবে থেকে করতে পারবেন আবেদন।

Various jobs in Indian Coast Guard ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 13, 2021 5:21 pm
  • Updated:June 13, 2021 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) রয়েছে বিপুল কর্মী নিয়োগের সুযোগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষদিন আগামী ১৬ জুলাই।

নাবিক (জেনারেল ডিউটি)

Advertisement

অঙ্ক, ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

যান্ত্রিক
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলি কমিউনিকেশন (রেডিও/পাওয়ার)ইঞ্জিনিারিংয়ের কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। এই বিষয়গুলিতে ডিপ্লোমা করা থাকলেও আবেদন করা যেতে পারে।

[আরও পড়ুন: স্নাতক হলে IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে ২২ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের দিনক্ষণ:
আগামী ২ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা চাকরি পেতে পারেন ভারতীয় সেনায়, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ