Advertisement
Advertisement

Breaking News

Visva Bharati University Recruitment

শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্বভারতীর, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?

Visva Bharati University will recruit in 117 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 6, 2025 1:42 pm
  • Updated:June 6, 2025 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার পিএইচডি শেষ? তাহলে আপনার জন্য সুখবর। অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University Recruitment)। শতাধিক শূন্যপদে হবে নিয়োগ। তাই চটপট আবেদন করে ফেলুন আপনিও। তবে তার আগে জেনে নিন কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা কী, শেষ তারিখই বা কবে।

মোট শূন্যপদ- ১১৭

অ্যাসোসিয়েট প্রফেসর -৬২
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ৫৫

বিষয়- বাংলা, ইতিহাস, ভুগোল, ইংরাজি-সহ আরও কয়েকটি বিষয়ের অধ্যাপক নিয়োগ করা হবে।

আবেদনের যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ন্য়ূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি NET/SLET/SET পাশ হতে হবে, অথবা পিএইচডি উত্তীর্ণ হতে হবে। অন্যথায় আবেদন করা যাবে না।

অ্য়াসোসিয়েট প্রফেসর- নির্দিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতেই হবে। স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। তাহলেই আবেদন পত্র গ্রাহ্য হবে। 

আবেদনের পদ্ধতি- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানেই পাবেন আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য।

আবেদনের শেষ তারিখ- ৩০ জুন

** আবেদনের আগে অবশ্যই বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে যান। ভালো করে বিজ্ঞপ্তি দেখার পরই আবেদন করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement