Advertisement
Advertisement
রাজ্য পুলিশ

রাজ্য পুলিশের একাধিক শাখায় প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১০ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন৷

West Bengal Intelligence Branch inviting application for various post
Published by: Sayani Sen
  • Posted:June 22, 2019 7:25 pm
  • Updated:June 22, 2019 7:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের গোয়েন্দা শাখায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ৷ সফটওয়্যার ডেভেলপার(এসএসডি), সফটওয়্যার ডেভেলপার(এসডি), সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল(এসএসপি) এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ হবে৷ তবে যোগ্যতার নিরিখে পরে ওই প্রার্থীদের স্থায়ী পদে নিয়োগ করা হবে৷ আগামী ১০ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন৷

ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হতেই হবে৷
আবেদনকারীর বয়স: ৩১ মে ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
বেতন: এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে৷

Advertisement

সিনিয়র সফটওয়্যার ডেভেলপার(এসএসডি)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে মাস্টার্স অথবা এমসিএ করা থাকলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়স: ৩১ মে ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
বেতন: এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে৷

Advertisement

[ আরও পড়ুন: মাধ্যমিক পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

সফটওয়্যার ডেভেলপার(এসডি)
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে মাস্টার্স অথবা এমসিএ করা থাকলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়স: ৩১ মে ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
বেতন: এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে৷

সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল(এসএসপি)
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক কিংবা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনকারীর বয়স: ৩১ মে ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
বেতন: এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.policewb.gov.in -এর মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে৷ শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র মুখবন্ধ খামে ভরে তার উপর লিখতে হবে ‘অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ…’৷ এরপর তা পাঠাতে হবে, ‘দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্টিলেজেন্স ব্রাঞ্চ, ওয়েস্ট বেঙ্গল, ১৩, লর্ড সিনহা রোড, কলকাতা-৭০০০৭১৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ