Advertisement
Advertisement
West Bengal Police

পুলিশের চাকরিতে যোগ দিয়ে রাজ্যকে অপরাধমুক্ত করতে চান? আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ

জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

West Bengal Police Recruitment Board invites application for 9720 posts ।Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 24, 2021 6:47 pm
  • Updated:January 24, 2021 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ (West Bengal Police)। মোট ৯ হাজার ৭২০ জনকে সাব ইনস্পেক্টর/লেডি কনস্টেবল এবং কনস্টেবল/লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

সাব ইনস্পেক্টর/লেডি সাব ইনস্পেক্টর
শূন্যপদ:
মোট ১০৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে আনআর্মড ব্রাঞ্চে সাব ইনস্পেক্টর পদে ৭৫৩ জনকে নিয়োগ করা হবে। বাকি ১৫০টি পদে লেডি সাব ইনস্পেক্টর আনআর্মড ব্রাঞ্চে নিয়োগ করা হবে। ১৮৫টি শূন্যপদ রয়েছে আর্মড ব্রাঞ্চে সাব ইনস্পেক্টর পুলিশ পদে। এই শূন্যপদটিতে শুধুমাত্র পুরুষরাই আবেদনের যোগ্য।

Advertisement

আবেদনের শর্ত:
১. স্নাতক হলে উপরোক্ত শূন্যপদে আবেদন করা যাবে।
২. আবেদনকারীকে বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার ক্ষেত্রে সাবলীল হতে হবে। তবে দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত গ্রাহ্য হবে না।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থী ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীর ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৩২ হাজার ১০০ থেকে ৮২ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে রাজ্য পুলিশে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

কনস্টেবল/লেডি কনস্টেবল
শূন্যপদ:
মোট ৭ হাজার ৪৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে তার মধ্যে ১১৯২ জনকে লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

আবেদনের শর্ত:
১. মাধ্যমিক পাশ হলে উপরোক্ত শূন্যপদে আবেদন করা যাবে।
২. আবেদনকারীকে বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার ক্ষেত্রে সাবলীল হতে হবে। তবে দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত গ্রাহ্য হবে না।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থী ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীর ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ২২ হাজার ৭০০ থেকে ৫৮ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, শারীরিক ফিটনেস এবং চূড়ান্ত লিখিত পরীক্ষার মাধ্যমে কনস্টেবল/লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। একইরকমের পরীক্ষার মাধ্যমে সাব ইনস্পেক্টর/লেডি সাব ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের ফি:
সাব ইনস্পেক্টর পদে সাধারণ অথবা জেনারেল আবেদনকারীকে ফি হিসাবে ২৯৩ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি অথবা উপজাতির প্রার্থীদের ৪৩ টাকা জমা দিতে হবে। কনস্টেবল পদে সাধারণ অথবা জেনারেল আবেদনকারীকে ফি হিসাবে ১৯৩ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি অথবা উপজাতির প্রার্থীদের জমা দিতে হবে ৪৩ টাকা।

আগ্রহী প্রার্থীকে অবশ্যই wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ? ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে সরকারি চাকরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ