সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আনলক ৫-এর (Unlock 5) শুরুতেই প্রেক্ষাগৃহগুলি খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খোলা যাবে সিনেমা হলগুলি। সেই শর্তের বিস্তারিত জানানো হল মঙ্গলবার। করোনা কালে (CoronaVirus) একগুচ্ছ সুরক্ষাবিধির কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। যার মধ্যে উল্লেখযোগ্য-
- প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যা ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি কোনওভাবেই হবে না।
- বসার ক্ষেত্রে প্রয়োজনীয় দূরত্ববিধি মানতে হবে। সেই অনুযায়ীর বসার জায়গা চিহ্নিত করতে হবে।
- হাত ধোওয়া এবং স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে সরঞ্জাম।
- প্রত্যেককে ‘আরোগ্য সেতু’ (Arogya Setu) অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিতে হবে।
- প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীনরাই ভিতরে প্রবেশের সুযোগ পাবেন।
- কোনও প্রেক্ষাগৃহের কর্মী বা দর্শক অসুস্থ বোধ করলে সেই বিষয়ে জানাতে হবে।
- বিভিন্ন স্ক্রিনে শোয়ের সময়ে তারতম্য বজায় রাখতে হবে। অনলাইন পেমেন্টের উপর জোর দিতে হবে।
- নিয়মিত বক্স অফিস পরিষ্কার ও স্যানিটাইজ করতে হবে। প্রেক্ষাগৃহের বাকি এলাকাতেও তাই করতে হবে।
- বক্স অফিসের পর্যাপ্ত কাউন্টার খুলতে হবে। যাতে একটি কাউন্টারে ভিড় না জমে। অগ্রিম বুকিংয়ে অপশন রাখতে হবে।
- সিনেমার মাঝের বিরতির সময় যেন দর্শকরা অযথা ঘোরাঘুরি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।
- লাইন দিয়ে ঢোকার সময় দূরত্ব বজায় রাখতে হবে। এর জন্য ফ্লোর মার্ক করে দিতে হবে।
- যেখানে-সেখানে থুতু ফেলা কিংবা আবর্জনা ফেলা কঠোরভাবে বন্ধ করতে হবে।
- শুধুমাত্র প্যাকেটজাত খাবার ও পানীয় নেওয়া যাবে। সিনেমা হলের ভিতরে খাবার বিক্রি কিংবা পৌঁছে দেওয়া চলবে না। খাবারের জন্য পর্যাপ্ত কাউন্টার রাখতে হবে।
- প্রেক্ষাগৃহের কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস, বিশেষ জুতো এবং PPE সরঞ্জামের মতো সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে।
- নিয়ম লঙ্ঘন মানা হবে না। প্রত্যেকের ফোন নম্বর নিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হবে।
- প্রেক্ষাগৃহের এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।
- বিরতির সময় জনগণকে করোনা সচেতনতায় বার্তা দিতে হবে। যেমন সবসময় মাস্ক পরা, স্যানিটাইজেশন করা, হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখা ইত্যাদি।
Announced the Standard operating procedures, SOP’s for cinema halls, multiplexes etc. for screening of films, as they reopen from 15th of October as per Ministry of Home Affairs guidelines.#UnlockWithPrecautions pic.twitter.com/X1XZFZoDAT
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 6, 2020
[আরও পড়ুন: মিলল না স্বস্তি, সুশান্ত মামলায় ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়াকে]
এই সমস্ত নিয়ম মেনেই ১৫ অক্টোবর থেকে খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। পুজোর মরশমে একগুচ্ছ রিলিজ অপেক্ষা করে রয়েছেন বাঙালির জন্য। রয়েছে মিমি-অনির্বাণ অভিনীত ‘ড্রাকুলা স্যার’ (Dracula Sir), কোয়েল মল্লিকের ‘রক্ত রহস্য’ (Rawkto Rawhoshyo), অঞ্জন দত্ত পরিচালিত ‘সাহেবের কাটলেট’ (Saheber Cutlet) । পুনরায় মুক্তি পাবে ঋতাভরী-সোহম জুটির ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ (Brahma Janen Gopon Kommoti)।
শুধু কুটনো কুটবে আর বাটনা বাটবে
বলি, মেয়ে কি এতই ফ্যালনা ?
জানলা খুলে ভাঙতে পারি
কুসংস্কার খেলনা!Full Song : https://t.co/VOeT5V0LaH#AbarAscheEbarPujoy #BJGK #DurgaPuja2020 @nanditawindows @shibumukherjee @ritabharipc @Soham_Majumdar_ @UjjainiMjee @ziniasen123 @onindochatt pic.twitter.com/BlCBeFOcWx
— Windows Production (@WindowsNs) October 4, 2020