Advertisement
Advertisement

Breaking News

corona

করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা, বাংলাদেশকে ভেন্টিলেটর পাঠালেন পোপ

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮০৯ জন।

Pope sends ventilators to 12 countries including Bangladesh

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:June 28, 2020 5:48 pm
  • Updated:June 28, 2020 5:48 pm

সুকুমার সরকার, ঢাকা: নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে বাংলাদেশকে ভেন্টিলেটর পাঠিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis)। তবে শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে ১২টি উন্নয়নশীল দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন তিনি। শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এই ভেন্টিলেটরগুলি পাঠানো হয়েছে।

ক্যাথলিক নিউজ এজেন্সির (CNA) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলে চারটি করে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিককেও ভেন্টিলেটর পাঠানো হয়েছে। এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইটালির হাসপাতালগুলির জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৫০৪, মৃত ৩৪]

পোপের দেওয়া ভেন্টিলেটর পৌঁছনোর আগেই গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যু হল এক হাজার ৭৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮০৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জন। রবিবার দুপুর আড়াইটার সময় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Advertisement

[আরও পড়ুন: চিনেই ভরসা বাংলাদেশের, হতে পারে বেজিংয়ের দেওয়া করোনা টিকার ট্রায়াল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ