BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বলিউডে সাড়া জাগিয়ে কোথায় গেলেন এই বিদেশি অভিনেতারা?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 28, 2016 3:26 pm|    Updated: May 28, 2016 3:26 pm

12 Foreign Actors Who Did One Bollywood Film & Disappeared. Here's What They Are Upto

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ছবি বলতে মাত্র একখানা!
তাতেই ভক্তদের মনে জাঁকিয়ে বসেছেন এই বিদেশি অভিনেতারা।
নিজেই ভেবে দেখুন না, ‘লগান’-এর এলিজাবেথকে ভুলতে পেরেছেন? চরিত্রটা বাদ দিলে কিন্তু ছবির অনেকটা মজা কমে যায়।
বা ‘কিসনা’-র ক্যাথরিনকে?
কখনও মনে হয়নি, বলিউডের পরে কী করছেন তাঁরা?
জানলে কিন্তু রীতিমতো অবাক হতেই হবে!

পল ব্ল্যাকথর্ন:

paul_1464178117_725x725
‘লগান’ ছবিতে তাঁর জন্যই তো যত কাণ্ড! ক্রিকেট খেলায় হারিয়ে দিলে কর মু্ক্তির প্রস্তাবটা তো তিনিই দিয়েছিলেন। তার পর কোথায় গেলেন ‘লগান’-এর ক্যাপ্টেন অ্যান্ড্রু উইলসন?
পল ব্ল্যাকথর্ন কিন্তু বসে থাকেননি। বরং মার্কিন বড় এবং ছোটপর্দায় তিনি বেশ ডাকসাইটে এক নাম। ‘অ্যারো’, ‘২৪’-এর মতো ছবিতে নজর কেড়েছে তাঁর উপস্থিতি। পাশাপাশি, ফটোগ্রাফার হিসেবেও বিশ্ব এক নামে চেনে তাঁকে। চেনে সমাজসেবী হিসেবেও। ২০০১ সালে গুজরাত ভূমিকম্পের সময়ে তিনি আর্তদের সাহায্যের জন্য এক বিশেষ শো-এর আয়োজনও করেছিলেন।

ব়্যাচেল শেলি:

rachell_1464182102_725x725
‘লগান’-এর এলিজাবেথের যাত্রাপথটাও বেশ চোখধাঁধানো। ভুবনের মন জিততে না পারলেও ব়্যাচেল কিন্তু সারা পৃথিবী জুড়ে অনেকেরই মন কেড়েছেন নিজের অভিনয়ের জোরে। ‘দ্য এল ওয়ার্ড’ নামের ধারাবাহিকে তাঁর উপস্থিতি ছিল মুগ্ধ করার মতো। ঝুলিতে রয়েছে ‘ফটোগ্রাফিং ফেয়ারিজ’, ‘দ্য চিলড্রেন’, ‘দ্য বোন স্ন্যাচার’-এর মতো ছবি।
আপাতত, মার্কিন পরিচালক ম্যাথু পার্কহিলকে বিয়ে করে দিব্যি সংসার করছেন ব়্যাচেল। একটা মেয়েও আছে তাঁদের।

ক্লাইভ স্ট্যানডেন:

clive_1464178531_725x725
‘নমস্তে লন্ডন’-এ ক্যাটরিনা কাইফের বয়ফ্রেন্ডের চরিত্রে যখন অভিনয় করেছিলেন তিনি, এখন তার চেয়েও হট! হট তাঁর কেরিয়ারের গ্রাফটাও! ব্রিটিশ টেলিভিশন সিরিজে ক্লাইভ স্ট্যানডেনের জনপ্রিয়তা আকাশছোঁয়া! ‘জিরো আওয়ার’, ‘রবিন হুড’, ‘ভাইকিং’ আর ‘টেকেন’- একের পর এক সাফল্যের নজির তাঁর ঝুলিতে। বিশেষ করে প্রশংসা পেয়েছিল রবিন হুডের চরিত্রে তাঁর অভিনয়।
ওহ হ্যাঁ! ক্লাইভ কিন্তু এখনও ব্যাচেলর। বয়সটা ৩২-এর কোঠায়!
সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখবেন না কি?

আন্তোনিয়া বার্নাথ:

aonia_1464178798_725x725
মনে করে দেখুন, ‘খি-ই-ই-ই-স-না-আ-আ-আ’ বলে তাঁর আকুতি-ভরা ডাক এখনও কানে বাজবে!
হ্যাঁ, বিদেশির জিভে ‘কিসনা’-টা না হয় ‘খিসনা’ হয়েছে! কিন্তু, তাতে কী! নিজের দেশে কাজ করতে গিয়ে তো আর তাঁকে এরকম উচ্চারণ বিভ্রাটে পড়তে হয়নি।
বরং, ‘স্লটার’, ‘পাইরেট রেডিও’-র মতো হলিউড ছবিতে সুন্দর ভাবে নজর কেড়েছেন তিনি।
আর যখন তিনি অভিনয় করেন না? তখন তিনি গবেষণা করেন সাইকোলজি নিয়ে।

সারা থম্পসন কেন:

sarah_1464179189_725x725
রণবীর কাপুরের সঙ্গে তিনি যখন ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন, তখনই তিনি বিবাহিতা নায়িকা। বিয়ে সেরে ফেলেছেন মার্কিন গায়ক-অভিনেতা ব্র্যান কেন-এর সঙ্গে। তার পরেও চুটিয়ে কাজ করেছেন ‘অ্যাঞ্জেল অ্যান্ড রোজ’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে। কিছু কিছু হলিউডের ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, ইদানীং কাজ নিয়ে বড্ড খুঁতখুঁতে হয়ে গিয়েছেন সারা। চিত্রনাট্য পছন্দ না হলে প্রস্তাব মুখের উপর ফিরিয়ে দেন।
তবে হ্যাঁ, বলিউডে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন নায়িকা। বলেছেন, ঠিকঠাক চরিত্র পেলেই বলিউডে ফিরবেন।

স্টিভেন ম্যাকিনটশ:

rdb_1464180724_725x725
‘আরডিবি’ ছবির ক্যাপ্টেন ম্যাকিনলে-কে নিশ্চয়ই ভুলে যাননি? স্টিভেন ম্যাকিনটশ যখন কেতন মেহতার পরিচালনায়, আমির খানের সঙ্গে কাজ করতে আসেন, তখনই কিন্তু তিনি ব্রিটিশ টিভি সিরিজ এবং ছায়াছবির এক প্রতিষ্ঠিত, জনপ্রিয় অভিনেতা। এখন বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই! তাতেও তাকে দমিয়ে রাখা অসম্ভব! ইচ্ছে হলে স্ট্যান লি-র ‘লাকি ম্যান’ ধারাবাহিকটা দেখতে পারেন। মুগ্ধ করবে ওঁর অভিনয়!

অ্যালিস প্যাটেন:

alice_1464179469_725x725
‘হ্যামলেট’-র মঞ্চাভিনয়ে ওফেলিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। মুগ্ধ করেছিলেন ‘ডাউটাউন অ্যাবে’-তেও!
কিন্তু, যে কোনও কারণেই হোক, হংকংয়ের শেষ গভর্নর ক্রিস প্যাটেনের এই মেয়ে অভিনয় নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নন। কাজটা মন দিয়ে করেন না। বরং, মার্কিন অভিনেতা টিম স্টিডকে বিয়ে করে সংসারে থিতু হয়েছেন তিনি।

মিশ বয়কো:

mish boyko_1464179611_725x725
আমরা সবাই চেয়েছিলাম, ‘কুইন’ ছবিতে রানি ওরফে কঙ্গনা রানাউত এই অভিনেতার প্রেমে পড়ুন! সেটা মিলল না ঠিকই!
তবে, মিশ বয়কোর জন্য মন খারাপ হলে তাঁর অন্য ছবিগুলো তো আছেই! ‘ওয়াটারলু রোড’, ‘রিস্ট’- দেখলে মন ভরবেই!
আরও দেখতে চাইলে? গুগল সার্চ করে ছবি দেখুন!

রেবেকা ব্রিডস:

rebecca breeds_1464179741_725x725
‘ভাগ মিলখা ভাগ’-এ উড়ন্ত শিখের বিদেশিনী গার্লফ্রেন্ডের চরিত্রে রেবেকা ব্রিডস-কে দেখেছি আমরা। আর দুনিয়া দেখেছে ‘দ্য ওরিজিনালস্’-এর মতো ডাকসাইটে টিভি শো-তে!
তবে, এই নায়িকারও কেরিয়ারে তেমন মন নেই। ‘ভাগ মিলখা ভাগ’ করার কয়েক মাস আগেই বিয়ে সেরে ফেলেছিলেন তিনি। এখন খুচখাচ কাজ করেন, এই আর কী!

টোবি স্টিফেন্স:

toby stephens_1464179857_725x725
‘ডাই অ্যানাদার ডে’, ‘টুয়েলফথ নাইট’-এর মতো ছবিতে যিনি অভিনয় করে এসেছেন, তাঁকে কি আর আলাদা করে চেনানোর প্রয়োজন পড়ে?
তবে, চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন টোবি স্টিফেন্স যে ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে তাঁকে চট করে চিনে নেওয়া যায়নি।
ওই ছবিগুলো ছাড়াও ব্রিটিশ টেলিভিশনে তিনি একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেতা।

ব্র্যান্ড রডরিক:

brande roderick_1464180130_725x725
‘আউট অফ কন্ট্রোল’-এ রীতেশ দেশমুখের সঙ্গে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি!
তবে, আলাদা করে বলিউডে ঝড় তোলার প্রয়োজন তাঁর বড় একটা ছিল না। ‘বেওয়াচ’ আর ‘প্লেবয়’-এ কাজ করার অভিজ্ঞতা আছে যাঁর, তাঁকে তো দুনিয়া এক ডাকেই চেনে!

মার্টিন হেন্ডারসন:

martin henderson_1464180324_725x725
‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ ঐশ্বর্য রাই বচ্চন স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁকেই! অন্য একজনকে খারিজ করে!
তা, মার্টিন হেন্ডারসনের জনপ্রিয়তাই তো এমন! ‘দ্য রিং’, ‘গ্রেজ অ্যানাটমি’- তাঁকে ছাড়া ভাবা যায়? এখনও ছোটপর্দায় চুটিয়ে কাজ করছেন হেন্ডারসন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে