সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌরব-ঋদ্ধিমার পরিবারে নতুন সদস্যের আগমন। ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) কোল আলো করে এল ফুটফুটে পুত্রসন্তান। খুশি দাদু ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। সুস্থ রয়েছেন মা ও তাঁর সন্তান।
দিন কয়েক আগেই অভিনেত্রীর সাধভক্ষণের ছবি প্রকাশ্যে এসেছিল। প্রয়াত মায়ের ছবি পাশে নিয়েই সাধ খেতে বসেছিলেন ঋদ্ধিমা। সেইসময়ে গৌরব জানিয়েছিলেন, ঋদ্ধিমার বাবা ও শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তীই যাবতীয় আয়োজন করেছিলেন। পরিবারের সদস্যদের পাশাপাশি তারকা দম্পতির কাছের বন্ধুরাও হাজির হয়েছিলেন। হবু মায়ের জন্য পেল্লাই থালা সাজানো হয়েছিল। তাতে যেমন ভাত ছিল, তেমনই ছিল পোলাও। এছাড়াও মাছের পদ নজরে পড়েছে। পায়েস তো ছিলই! গৌরব জানান, ঋদ্ধিমার পছন্দের সব পদই রাখা ছিল পাতে। তার সপ্তাহ দু-এক কাটতেই পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা ঘোষ।
প্রসঙ্গত, মাঝে সিনেপর্দা থেকে বিরতি নিয়েছিলেন ঋদ্ধিমা ঘোষ। এমনকী, টলিপাড়ার কোনও পার্টিতেও তাঁকে দেখা যেত না। কেন সবার আড়ালে ছিলেন তা গত পয়লা বৈশাখে স্পষ্ট করেন অভিনেত্রী নিজেই। গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য। সকলের কাছে আশীর্বাদ চাইছি।” তারপর থেকেই চক্রবর্তী পরিবার অপেক্ষার প্রহর গুনছিল। এবার অপেক্ষার অবসান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.