Advertisement
Advertisement

Breaking News

‘দঙ্গল’-এর দৌলতে ১০০ ‘রেসলিং ম্যাট’ হরিয়ানার আখড়ায়

কমনওয়েলথ গেমসের সোনা পারেনি৷ পারল আমির খানের ‘দঙ্গল’৷

After Dangal Haryana Government To Provide 100 Wrestling Mats For 'Akhadas'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2017 3:21 pm
  • Updated:January 2, 2017 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের সোনা পারেনি৷ পারল আমির খানের ‘দঙ্গল’৷ গীতা ফোগাট সোনা জেতার পরও ‘রেসলিং ম্যাট’ পায়নি হরিয়ানার আখড়াগুলি৷ কিন্তু ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পর সে ব্যবস্থাই করতে চলেছে হরিয়ানা সরকার৷

দঙ্গল ছবিতে তুলে ধরা হয়েছিল রাজ্যের ক্রীড়া দফতরের ‘স্বার্থপর’ চেহারাটি৷ অনেক চেয়েও কুস্তির আখড়ায় রেসলিং ম্যাট পাননি গীতা, ববিতা ফোগাট৷ কিন্তু তাই বলে লড়াই তো বন্ধ করা যায় না৷ ঘরোয়া ব্যবস্থা করেই কাজ চালিয়েছিলেন তাঁদের বাবা তথা কোচ মহাবীর সিং ফোগাট৷ সে লড়াই সোনা হয়ে ফলেছিল কমনওয়েলথ গেমসে৷ কিন্তু আখড়ার পরিস্থিতি বদলায়নি৷ এতদিনে হাল ফিরল৷ সৌজন্যে আমির খানের ‘দঙ্গল’৷

Advertisement

সমাজসেবার দায় সিনেমার নয়৷ তবু সিনেমা যে সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে, তা দেখাল ‘দঙ্গল’৷ এ ছবির পরই হরিয়ানার কুস্তি আখড়াগুলির জন্য রেসলিং ম্যাটের ব্যবস্থা করছে প্রশাসন৷ মহাবীর, গীতা ও ববিতার সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার৷ তারপরই রাজ্যের ক্রীড়াদুনিয়ার হাল ফেরাতে নড়েচড়ে বসে সরকার৷  এছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়৷ পাশাপাশি রাজ্যের কৃতী খোলোয়াড়দের জন্য চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ