Advertisement
Advertisement

গুলশন কুমারের বায়োপিকে দেখা যাবে অক্ষয়কে

ছবিতে উঠে আসবে T-series কর্তার জীবনের অজানা তথ্য।

Akshay kumar to play T-series founder Gulshan kumar in upcoming biopic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 10:44 am
  • Updated:October 27, 2020 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  T-series-এর মালিক গুলশন কুমারের কাছে আজও ঋণী ভারতীয় সঙ্গীত দুনিয়া। তাঁর হাত ধরে একটা বড় মিউজিকাল জার্নি হেঁটে এসেছে বলিউড। বহু ছবির প্রযোজনাও করেছেন তিনি। সেই গুলশন কুমারের জীবনকেই এবার রূপোলী পর্দায় তুলে ধরছেন পরিচালক সুভাষ কাপুর।

[মাঝরাতে আচমকাই আলিয়ার বাড়িতে সিদ্ধার্থ, কেন জানেন?]

Advertisement

গুলশনের লাইফ-জার্নি, T-series-এর বিরাট সাম্রাজ্য গড়ে তোলা-সবই দেখানো হবে এই ছবিতে। ছবির নাম মোগুল। যার অর্থ মিডিয়া কিংবা চলচ্চিত্র জগতের ক্ষমতাবান ব্যক্তিত্ব। আর গুলশন কুমারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবির পোস্টারটি টুইট করে ব্রেকিং নিউজটা দিয়েছেন অক্কিই।

Jolly LLB 2-এর পর আবার একসঙ্গে কাজ করছেন অক্ষয়-সুভাষ। এবং অদ্ভূত বিষয়, এই গুলশন কুমারের প্রযোজনাতেই বলিউডে প্রথমবার মু্খ্য চরিত্রে কাজ করেছিলেন অক্ষয়। ১৯৯১ সালে ‘সওগন্ধ’ ছবিতে। মোগুলে কাজ করতে পেরে বেশ উচ্ছসিত অক্ষয় জানান, “গুলশনজিকে আমার ভালভাবে জানার সৌভাগ্য হয়েছিল। আমার প্রথম ছবি সওগন্ধ তাঁর সঙ্গে। আমরা বহু মুহূর্তের সাক্ষী। অনস্ত্রিনে এবার সেই মানুষটার চরিত্রে কাজ করব। খুব এক্সাইটেড।” ছবির প্রযোজনা করছেন গুলশন কুমারের স্ত্রী সুদেশ কুমারী।

 

[মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement