সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কোনও বিখ্যাত নায়িকা নন। ভারতীয় সিনেমা নিয়ে যুগান্তকারী কোনও গবেষণা বা কাজও করেননি। অথচ তিনিই সিনেমার ইতিহাসে নজির গড়তে চলেছেন। তিনি অঞ্জলি আমির। প্রথম রূপান্তরকামী হিসেবে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে তাঁর।
(ফের দেশদ্রোহী তকমা, শাহরুখকে কটাক্ষ বিজেপি নেতার)
আজকের এই নজিরের পিছনে অবশ্য আছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যে সংগ্রাম রূপান্তরকামীদের নিজস্ব। দশম শ্রেণির পর থেকেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করেন অঞ্জলি। কিন্তু পরিবার ও সমাজ তাঁর যৌনতাকে স্বীকৃতি দিতে নারাজ। যদিও হাল ছাড়েননি অঞ্জলি। ঘরছাড়া হতে হয়েছিল তাঁকে। রূপান্তরকামীদের সঙ্গেই থাকতেন বেঙ্গালুরুতে। ব্যক্তিগত সেই লড়াই করতেই করতেই এবার ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। রূপান্তরকামী হিসেবে তিনিই প্রথম অভিনেত্রী, যাঁকে লিড রোলে দেখবে দর্শক। মালয়ালম একটি ছবিতে কাজ করছেন অঞ্জলি। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
(টাইগার শ্রফের মায়ের সঙ্গে যৌন সম্পর্ক ছিল, দাবি এই অভিনেতার)
নিজের এই সাফল্যকে রূপান্তকামীদের সংগ্রামের জয় হিসেবেই চিহ্নিত করেছেন অঞ্জলি।