Advertisement
Advertisement

Breaking News

ধোঁয়া ওঠা কফির নস্টালজিয়া, ‘আফটারনুন উইথ জুলিয়া’

২০১৬’র কান শর্ট ফিল্ম কর্নারে ঠাঁই পেয়েছে এই বাংলা শর্ট ফিল্ম৷

Cannes Short Film Corner 2016 'Afternoon With Julia'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 3:16 pm
  • Updated:July 27, 2016 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই৷ কিন্তু, ধোঁয়া ওঠা কাপের মাঝে আজও কতই না তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনার ঝড় ওঠে কফি টেবিলের উপর৷ এসপ্রেসো, ক্যাপুচিনো, ব্ল্যাক কফির মাঝে মিলেমিশে একাকার হয়ে যায় বাস্তব-স্বপ্নের পার্থক্য৷ অলস দুপুরের ভুলতে বসা সেই কথাগুলিই উঠে এসেছে পরিচালক অভিরূপ বসুর শর্ট ফিল্ম ‘আফটারনুন উইথ জুলিয়া’তে৷ যা ঠাঁই পেয়েছে ২০১৬’র কান শর্ট ফিল্ম কর্নারে৷

Advertisement

১২ মিনিটের এই ছবিতে ভুলে যাওয়া স্বপ্নের সঙ্গে বাস্তবের যোগসূত্র বেঁধে দিয়েছেন অভিরূপ৷ ছন্নছাড়াদের এলোমেলো কথাতেই বুনেছেন নতুন স্বপ্নের মায়াজাল৷ এর জন্য সমদর্শী ও নেহার অভিনয়ের পাশাপাশি ক্রেডিট অবশ্যই দিতে হবে ধোঁয়া ওঠা ‘এসপ্রেসোর কাপ’কে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ