মুম্বই কাঁপিয়ে আবার নিজের শহরে পা রাখছে আর্শিয়া। এই পয়লা বৈশাখেই। শুধু আর টিভি নয়, এবার তার চোখ বড় পর্দাতেও। মুম্বাই থেকে খুদে তারকা জানাল কোয়েল মুখোপাধ্যায়কে।
আগে বলো, এখন তোমায় কী নামে ডাকবো? ভুতু, আর্শিয়া না পিহু?
ভুতু: ভুতু।
এখনও ভুতু?
ভুতু: হ্যাঁ।
কিন্তু এখন তো তুমি আর কলকাতায় নেই! মুম্বইয়ে আছো বিগত কয়েক মাস ধরে?
ভুতু: হ্যাঁ। তা-ও ভুতু বলেই ডাকো।
আচ্ছা। তা ভুতু, মুম্বই কেমন লাগছে? কেমন আছো তুমি?
ভুতু: মুম্বই খুব ভাল লাগছে। আমিও ভাল আছি।
এখানে এত ভাল হিন্দিতে কথা বলছো কীভাবে?
ভুতু: আমি তো হিন্দিতে কথা বলতে পারি! কলকাতাতে যখন থাকতাম, তখনও হিন্দিতে কত কথা বলেছি!
কিন্তু এত ভাল হিন্দি তোমায় শেখাল কে?
ভুতু: দিদি তো হিন্দিতেই পড়ত। দিদি শিখিয়েছে। মা-ও শিখিয়েছে।
বাংলার পর হিন্দিতে ‘ম্যাজিক’ দেখাচ্ছে ভুতু। যোগাযোগটা কীভাবে হল?
ভুতু: আমাকে জি টিভির থেকে বলল, আমরা ভুতু হিন্দিতে করতে চাই। তুমি কী আসবে এখানে? স্টোরিটা আলাদা। কিন্তু কনসেপ্টটা সেম। প্রথমে না বলেছিলাম। কিন্তু তার পর রাজি হয়ে গেলাম।
মুম্বইয়ে তোমরা থাকছো কোথায়?
ভুতু: থানেতে।
কিন্তু এতদিন যে কলকাতা ছেড়ে মুম্বইয়ে আছো, বাড়ির জন্য মন কেমন করছে না?
ভুতু: করছে তো! খু-উ-উ-ব।
যখন মন কেমন করে, তখন কী করো?
ভুতু: ফোন করি বাবাকে। বাবা কলকাতায় আছে। বাবাকে ভিডিও কল করি।
আর মুম্বইতে তোমরা কে কে আছো?
ভুতু: আমি আছি। মা আছে। দিদি আছে।
এখানে পড়াশোনার অসুবিধা হচ্ছে না?
ভুতু: না। কিছু অসুবিধা হচ্ছে না। এখানে আমি পোদার ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছি। ক্লাস টুয়ে। দিদিও একই স্কুলে ভর্তি হয়েছে। ক্লাস সেভেনে।
স্কুলে যাচ্ছ কখন?
ভুতু: স্কুলে তো প্রতিদিন যাওয়া হয় না। কিন্তু আমি শুটিংয়ে তো বই নিয়ে যাই।
কোথাও বেড়াতে গিয়েছো?
ভুতু: এসেল ওয়ার্ল্ড বেড়াতে গিয়েছিলাম।
আচ্ছা, মুম্বইয়ে তোমার সারা দিন কাটে কীভাবে?
ভুতু: প্রথমে সকালে শুটিংয়ে চলে যাই। সকাল ন’টার সময়। সারা দিন ওখানে থাকি। তার পর রাত আটটায় বাড়ি ফিরে আসি।
এতক্ষণ ধরে শুটিং করো?
ভুতু: না। না। শুটিংয়ের ফাঁকে খেলাধূলাও করি। বাল গোপাল (ধারাবাহিকে শ্রী কৃষ্ণের ভূমিকায় অভিনয়কারী শিশু অভিনেতা বিরাজ কাপুর)-এর সঙ্গে। তার পর সেটে কত বই রাখা থাকে! ওগুলো পড়ি।
বাংলায় ভুতু করতে বেশি ভাল লেগেছে না মুম্বইয়ে পিহু?
ভুতু: হুমমমম…..দুটোই ভাল। কিন্তু আমি কলকাতাকে ‘মিস’ করি।
কলকাতায় তো তোমায় রাস্তায় দেখতে পেলে সবাই ঘিরে ধরত। ছবি তুলত। এখানে, মুম্বইয়ে কী হয়?
ভুতু: অনেক হয়। আরে! সবাই তো ফ্লোরে চলে আসে! আমার জন্য চকোলেট আনে। ছবি তোলে।
কলকাতায় তোমাকে দর্শকরা বেশি পছন্দ করত না মুম্বইয়ে?
ভুতু: কলকাতায়।
[অর্থাভাবে আত্মঘাতী জনপ্রিয় সিরিয়াল-এর প্রযোজক]
আচ্ছা, বাংলায় তো চার বছর ‘ভুতু’ সেজে সকলকে আনন্দ দিলে। এবার মুম্বইয়ে ‘পিহু’ সেজে একই কাজ করছো এর পর কী করার ইচ্ছা আছে?কিছু ভেবেছো?
ভুতু: মুভি-ই-ই-ই। (জোর দিয়ে)
বড়পর্দায়? টেলিভিশনের পর বড়পর্দায়?
ভুতু: হ্যাঁ। (হাসি)।
তা, সিনেমাতেও কী ‘ভূত’ সাজবে?না অন্য কোনও কিছু করার ইচ্ছা আছে?
ভুতু: না। না। অন্য কিছু। আরও ভাল কিছু করব।
নিজের চরিত্র কি তুমি নিজেই বেছে নেবে?
ভুতু: না। মামমা! (মা)
মুম্বইয়ে সবচেয়ে বেশি কে তোমায় ভালবাসে?
ভুতু: সবাই। সবাই।
কোনও প্রিয় বন্ধু হল? যেমন বাংলায় তোমার বন্ধু ছিল ‘লজেন্স দাদা’?
ভুতু: এখানে গোপাল (বিরাজ কাপুর)। আর মাঝে মাঝে দিদি চলে আসে স্টুডিওতে। দিদির সঙ্গেও খেলা করি।
কলকাতায় ফিরছো কবে?
ভুতু: পয়লা বৈশাখে ফিরছি।
ভুতু, তুমি কি জানো, তোমার এই বাংলা ধারাবাহিকটা ডাব করে জি আনমোল চ্যানেলেও দেখানো হচ্ছে?
ভুতু: হ্যাঁ।। জানি তো। ‘লাড্ডু’।
আবার কন্নড় ভাষাতেও রিমেক হয়েছে? ‘অঞ্জলি : দ্য ফ্রেন্ডলি ঘোস্ট’?
ভুতু: জানি। জানি। জানি। ওই ‘অঞ্জলি: দ্য ঘোস্ট’ না কী যেন একটা নামে! আবার কার্টুনও বেরিয়েছে। আমার দারুণ লাগে!
আগের বার যখন কথা হয়েছিল তোমার সঙ্গে, বলেছিলে ডাক্তার হতে চাও। এখনও কি সেটাই বলবে?
ভুতু: না। না। এখন আমি অ্যাকট্রেস হতে চাই।
কোথায় অভিনয় করবে? কলকাতা না মুম্বই? দুটো ভাষাই তো তুমি জানো!
ভুতু: কলকাতাতেও করব। মুম্বইতেও করব। কিন্তু কলকাতারটা আগে। মুম্বইটা পরে।
আর প্রিয় খাবার। এখনও কি সেই ফিশ অ্যান্ড চিপস?
ভুতু: এখানে তো চিকেনও খাচ্ছি। মাছও খাচ্ছি, পনিরও খাচ্ছি। আরে! মুম্বইয়ে সব পাওয়া যায়!
আচ্ছা। আচ্ছা। (হাসি) ওকে, থ্যাঙ্ক ইউ ভুতু।
ভুতু: ওয়েল কাম।
[অস্কারেও অভিবাসন নিয়ে অসন্তোষ, পরোক্ষে ট্রাম্পকে বিঁধলেন তারকারা]