Advertisement
Advertisement
Javed Akhtar

‘প্রকাশ্যে ঘুরছে ২৬/১১-র চক্রীরা!’ পাকিস্তানের মাটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদ আখতারের

'ঘর মে ঘুসকে মারা', বলছেন কঙ্গনা।

26/11 terrorists roaming free, lyricist Javed Akhtar says in Pakistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 21, 2023 2:49 pm
  • Updated:February 21, 2023 3:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ২৬/১১-র চক্রীরা। প্রতিবেশী দেশে দাঁড়িয়েই এই অভিযোগ তুলতে দেখা গেল বিখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতারকে (Javed Akhtar)। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। সম্প্রতি লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বর্ষীয়ান জাভেদ। সেই সময়ই তিনি এই বিষয়ে মুখ খোলেন বলে জানা গিয়েছে। দুই দেশের মধ্যে তৈরি হওয়া টেনশন কমানোর আরজিও জানান জাভেদ।

ওই অনুষ্ঠানে জাভেদকে প্রশ্ন করা হয়, ”আপনি তো অনেক বার পাকিস্তানে এসেছেন। এখান থেকে ফিরে গিয়ে কি আপনি আপনার লোকদের বলেন না যে এখানকার লোকেরা ভাল। তারা আপনাদের উপরে বোমা না ছুঁড়ে ফুলের মালা আর ভালবাসা নিয়ে স্বাগত জানান?”

Advertisement

[আরও পড়ুন: রুশদির উপর হামলার ‘পুরস্কার’, আততায়ীকে বিশাল জমি দিল ইরানের মৌলবাদী সংগঠন]

এর উত্তরে জাভেদকে বলতে শোনা যায়, ”আমাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। এতে কোনও সমাধান হবে না। পরিস্থিতি খুবই উত্তেজক। এটা কমানো দরকার। আমরা মুম্বইয়ের বাসিন্দা। দেখেছি আমাদের শহরের উপরে কী ধরনের হামলা হয়েছিল। ওরা (জঙ্গিরা) কিন্তু নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। ওরা এখনও আপনাদের দেশে খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভারতীয়দের মনে যদি ক্রোধ থেকে থাকে, আপনারা তাঁদের দায়ী করতে পারেন না।”

পাশাপাশি জাভেদের আরও অভিযোগ ভারতীয় শিল্পীরা পাকিস্তানে সেভাবে সম্মান পান না। তাঁর কথায়, ”ফৈজ সাহেব যখন ভারতে গিয়েছিলেন, তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথির সম্মান দেওয়া হয়েছিল। সর্বত্র সম্প্রচার হয়েছিল। নুসরত ফতে আলি খান ও মেহদি হাসানকে নিয়ে বড় অনুষ্ঠান করেছি। আপনারা কি লতা মঙ্গেশকরকে নিয়ে কোনও অনুষ্ঠান আয়োজন করেছেন কখনও?”

[আরও পড়ুন: মাত্র ২ সপ্তাহের ব্যবধান, ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্কে, আহত অন্তত ২০০]

জাভেদ আখতারের এই বক্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ দেখে অনেকেই বলছেন, এটা কার্যত পাকিস্তানের মাটিতে জাভেদের ‘সার্জিক্যাল স্ট্রাইক’। অভিনেত্রী কঙ্গনা রানাউত টুইটারে জাভেদ আখতারের বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর সরস বক্তব্য, ‘ঘর মে ঘুসকে মারা (ওদের ঘরে ঢুকে ওদের উপরে আক্রমণ করেছেন)।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ