সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ইরা খানের বিয়ের সময়ই বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান (Aamir Khan), কিরণ রাওরা (Kiran Rao)। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তনের সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের মাখোমাখো রসায়ন, খুনসুঁটির ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এবার কিরণকে নিয়ে মুসৌরিতে গেলেন আমির খান।
আমির-কিরণের সঙ্গে রয়েছে তাঁদের সন্তান আজাদ রাও খানও। আচমকাই মৌসুরির এক স্কুলে ঢুঁ মারতে দেখা গেল আমির-কিরণকে। সেখানকার প্রিন্সিপাল এবং পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথাও বললেন অভিনেতা। আর বলিউড সুপারস্টারকে দেখে স্কুল চত্বরে একেবারে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি পড়ে গেল। কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য খাতা বাড়িয়ে দিলেন। আবার আমিরের সঙ্গে সেলফি তোলার জন্য লম্বা লাইনও পড়ে গেল। কিন্তু আচমকাই কেন মুসৌরির উডস্টক স্কুলে গেলেন অভিনেতা?
বলিউড মাধ্যম সূত্রে খবর, উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করাতে চান আমির খান। সেইজন্যই খোঁজখবর নিতে গিয়েছিলেন তিনি। তবে শুধু স্কুলে সময় কাটিয়েই ক্ষান্ত থাকলেন না অভিনেতা। স্থানীয় লোকদের সঙ্গেও সময় কাটালেন আমির খান। খুদে কোলে ছবিও দেখা গেল অভিনেতার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.