সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান ও তাঁর তৃতীয় বিয়ে নিয়ে বলিউডে বহুদিন ধরেই নানা গুঞ্জন। নানা বিতর্ক। এমনকী, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর, ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন উড়েছিল। এমনকী, রটে গিয়েছিল ফতিমার কারণেই নাকি কিরণের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন আমির। তবে সে সব এখন অতীত। শোনা যাচ্ছে, ফতিমাকেও ছেড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আর এবার খবর হল ৫৯ বছর বয়সে তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন নাকি অভিনেতা!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন আমির। সেখানেই তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠতে আমির স্পষ্ট জানান, ”আমার বয়স ৫৯। আর কবে বিয়ে করব! বিষয়টা এখন কঠিন। অনেকগুলো সম্পর্কে লিপ্ত রয়েছি। আমার পরিবারের সঙ্গে, আমার সন্তানদের সঙ্গে, আমার ভাইবোনদের সঙ্গে। এসব সম্পর্কে আমি খুবই ভালো রয়েছে। একজন ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে রোজ তৈরি করছি।”
আমির আরও জানিয়েছেন, ”আমি একাকীত্ব পছন্দ করি না। আমার একজন সঙ্গী অবশ্যই প্রয়োজন। দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের সঙ্গেও আমার দারু সম্পর্ক রয়েছে। ভবিষ্যতও আমি দেখিনি। দেখা যাক কী হয়!”
আমির বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিরণ দারুণ পরিচালক। ‘লগান’ ছবির শুটিং ফ্লোর থেকে আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম এবং ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। ভালোই চলছিল সংসার। সারোগেসির মাধ্যমে আমির ও কিরণের জীবনে এসেছে পুত্র আজাদ রাও খান। কিন্তু হঠাৎই ২০২১ সালে আমির ও কিরণ দুজনেই ঠিক করে ফেললেন আলাদা হবেন। তবে থাকবে বন্ধুত্ব।
প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণা করে আমির ও কিরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যেখানে তাঁরা লিখেছিলেন, ‘এই ১৫ বছরের দাম্পত্যে আমরা দু’জনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি, আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দু’জনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.