Advertisement
Advertisement
Suhani Bhatnagar

ভুল চিকিৎসায় প্রাণ গেল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রীর! শোকবার্তায় কী লিখল আমিরের সংস্থা?

মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী।

Aamir Khan's Production House Issues Statement on Dangal Actor Suhani Bhatnagar's Death | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 17, 2024 7:55 pm
  • Updated:February 17, 2024 7:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৯ বছর বয়স। এ তো চলে যাওয়ার বয়স নয়। কিন্তু বাস্তব এটাই। মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar)। ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে আমির খানের (Aamir Khan) প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। এর মধ্যেই আবার প্রশ্ন উঠছে, ভুল চিকিৎসার বলি হতে হল তরুণ অভিনেত্রীকে?

Suhani-Bhatnagar-2

Advertisement

সূত্রের খবর মানলে, কিছুদিন আগে সুহানির পা ভেঙে গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় সমস্যা। শোনা যাচ্ছে, পায়ের জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন সুহানি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে তাঁর শরীরে ফ্লুইড জমে গিয়েছিল। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সুহানিকে। সেখানেই বেশ কয়েকদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সুহানির এই আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ নেটিজেনরা। প্রশ্ন উঠছে, অভিনেত্রীর মৃত্যুর জন্য কি ভুল চিকিৎসাই দায়ী? যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এমন কোনও অভিযোগের খবর মেলেনি।

[আরও পড়ুন: অনলাইনে পড়াতে গিয়ে স্ক্যামের শিকার ‘কেমিস্ট্রি মাসি’ দেবশ্রী! কেমন হল ওটিটি ডেবিউ?]

এদিন সুহানির মৃত্যুর পরে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে লেখা হয়, “সুহানির মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মা পূজাদেবী ও গোটা পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। অসামান্য এক প্রতিভা, কী দারুণ টিম একজন টিম প্লেয়ার, সুহানিকে ছাড়া ‘দঙ্গল’ হতই না। সুহানি, তুমি সবসময় আমাদের মনের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে। তোমার আত্মার শান্তি কামনা করি।” আমির খানের মেয়ে ইরাও এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন।

Aamir Khan Productions
post
প্রসঙ্গত, আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর সারা দেশে খ্যাতি পান তিনি। ‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না।

Suhani-Bhatnagar-3
[আরও পড়ুন: সাপের বিষ কাণ্ডে আরও বিপাকে ‘বিগ বস’ জয়ী এলভিশ যাদব! ফরেনসিক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement