Advertisement
Advertisement
Daniel Balaji

রুপোলি পর্দায় টক্কর দিয়েছিলেন কমল হাসানকে, প্রয়াত জনপ্রিয় ‘খলনায়ক’ ড্যানিয়েল বালাজি

মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা ড্যানিয়েল।

Tamil actor Daniel Balaji, 48, dies of heart attack in Chennai
Published by: Akash Misra
  • Posted:March 30, 2024 9:05 am
  • Updated:March 30, 2024 9:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত তামিল ছবির জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ড্যানিয়েল।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ড্যানিয়েল। গত একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবার মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের কথায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪৮ বছর। 

[আরও পড়ুন: শোভনের সঙ্গে সম্পর্কে সিলমোহর! একান্ত সাক্ষাৎকারে মনের কথা বলেই দিলেন সোহিনী]

তামিল ছবিতে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাঁকে। একের পর এক ছবিতে দুরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জমি তৈরি করেছিলেন ড্যানিয়েল। তবে ড্যানিয়েলের কেরিয়ার শুরু নাটমঞ্চ থেকেই।

কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল। কমল হাসানও ব্যক্তিগতভাবে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। ড্যানিয়েলের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সিনেমহলে।

[আরও পড়ুন: হাসির মোড়কে বিজয় মালিয়াকে খোঁচা! কেমন হল করিনা-তাব্বু-কৃতীর ‘ক্রু’ সিনেমা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ