ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি, নির্ধারিত সময়েই রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। রামমন্দির উদ্বোধনের খুশিতে মাতোয়ারা ‘ভক্ত’রা। সেই আবহেই খুশিতে মেতেছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। আনন্দে আত্মহারা অভিনেতা। এতটাই উচ্ছ্বসিত তিনি যে শুটিং ছেড়ে গেরুয়া পতাকা হাতে নাচ করলেন। যা দেখতে ভীড় প্রত্যক্ষদর্শীদের। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।
বর্তমানে সিমলায় শুটিংয়ে ব্যস্ত রাজপাল যাদব। আর আউটডোর শুটিংয়ের ফাঁকে সেখানেই মোদির হাতে রামমন্দির উদ্বোধনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। নিজের সোশাল মিডিয়াতে সেই ভিডিও শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজপাল। গেরুয়া পতাকা হাতে নিয়েই নাচলেন তিনি। তাঁর গলায় গেরুয়া উত্তরীয়ও দেখা গেল। শুধু তাই নয়, হনুমান মন্দিরে গিয়ে পুজোও দিলেন রাজপাল। তাঁকে ঘিরে থাকা সকলেই তখন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে ব্যস্ত।
View this post on Instagram
রামভূমে তারকাদের ভীড়। দিন দুয়েক আগেই পৌঁছেছেন কঙ্গনা রানাউত। রবিবার গিয়েছেন অনুপম খের, মধুর ভান্ডারকর, রজনীকান্তরা। আর সোমবার সাতসকালে অযোধ্যায় পৌঁছলেন হেমা মালিনী, রণবীর-আলিয়া, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রোহিত শেট্টি, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফরা। দক্ষিণী তারকা রামচরণ, চিরঞ্জিবীরাও এদিনই গিয়েছেন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। তবে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যোগ দিতে পারেননি অক্ষয় কুমার, আর মাধবনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.