Advertisement
Advertisement
Ritwick Chakraborty

‘পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?’, ভোটের আবহে খোঁচা ঋত্বিকের ‘বাচাল পুতুল’-এর

ফেসবুকেই পঞ্চায়েত ভোট নিয়ে মতামত জাহির করেছেন অভিনেতা।

Actor Ritwick Chakraborty asked this question during WB Panchayat Election | Sangbad Pratidin

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

Published by: Suparna Majumder
  • Posted:July 8, 2023 7:08 pm
  • Updated:July 8, 2023 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনা ঘটলেই কথা বলে ওঠে ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) ‘বাচাল পুতুল’। এবার পঞ্চায়েত ভোটের আবহে সেই পুতুলকে হাতিয়ার করেই প্রশ্ন করে বসলেন অভিনেতা। আর সেই প্রশ্নে ভোটের নিরাপত্তা নিয়েই যেন প্রশ্ন তুললেন।

Ritwick-1

Advertisement

বেশ কিছুদিন ধরেই ভেন্ট্রিলোকুইজম করেন ঋত্বিক। নিজের কথা বলা পুতুলের মাধ্যমেই সাম্প্রতিক খবর নিয়ে ছোট ছোট ভিডিও প্রকাশ করেন। কৌতুকের মোড়কেই ব্যক্ত করেন নিজের মতামত। এবার ভিডিও নয় ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা। আর তাতে লেখা, “আচ্ছা বদ্দা পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?” এই ছবির ক্যাপশনেই আবার ঋত্বিক লিখেছেন, “আমার বাচাল পুতুলটা প্রশ্ন করছে- পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে? উত্তরটা জানা থাকলে বেচারাকে একটু জানিয়ে দেবেন।”

Advertisement

Ritwick post

[আরও পড়ুন: ‘জ্যোতি বসুর পার্টি জান কুরবান করে লড়বে…’, পঞ্চায়েত ভোটে বিশেষ বার্তা জিতু কমলের]

সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সব মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। শাসক-বিরোধী নির্বিশেষে আক্রান্ত সকলেই। কমিশনে জমা পড়েছে হাজারের বেশি অভিযোগ। এমন পরিস্থিতিতে পুলিশকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকার চিত্রও দেখা গিয়েছে। এমনকী, প্রাণ বাঁচাতে মানুষকে টেবিলের নিচে লুকিয়ে থাকতেও দেখা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সেই পরিপ্রেক্ষিতেই হয়তো অভিনেতার এই পোস্ট।

Bhatar

অবশ্য, পঞ্চায়েত নির্বাচনে অশান্তির তত্ত্ব কার্যত খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, “রাজ্যের ৬১ হাজার বুথ। সব মিলিয়ে ৭-৮টি বুথে মেজর ঝামেলা হয়েছে। আর বাকি কিছু বুথে পাড়ার ঝামেলা। সব মিলিয়ে সংখ্যাটা ষাটের বেশি হবে না। বাকি ৬১ হাজার বুথে নির্বিঘ্ন, উৎসবের আমেজে ভোট হয়েছে।”

[আরও পড়ুন: লোভ-লালসা-উচ্চাকাঙ্খা নিয়ে তৈরি ‘মায়া’, নজর কাড়লেন মিথিলা-কমলেশ্বর-রাহুলরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ