BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

শ্বাসরোধ করে মারার চেষ্টা! অভিনেতা অনিকেতের নামে এফআইআর দায়ের স্ত্রী স্নেহার

Published by: Akash Misra |    Posted: November 18, 2021 8:15 pm|    Updated: November 18, 2021 8:16 pm

Actor Sneha Chavan Accuses Husband Aniket Vishwasrao of Domestic Abuse | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর দু’বছর কাটতে না কাটতেই গার্হস্থ্য হিংসার শিকার হলেন মারাঠি সিনেমার অভিনেত্রী স্নেহা চভন (Sneha Chavan)। সম্প্রতি স্বামী মারাঠি অভিনেতা অনিকেত বিশ্বাসরাওয়ের (Aniket Vishwasrao) বিরুদ্ধে থানায় গার্হস্থ্য হিংসা ও মানসিক অত্যাচারের অভিযোগ দায়ের করলেন স্নেহা। স্নেহার অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেছেন অনিকেত। এছাড়াও নানা কারণে মারধরও করেন তাঁর স্বামী।

স্নেহা তাঁর অভিযোগ পত্রে লিখেছেন, তাঁর পেশাদার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে স্বামী অনিকেতের জন্যই। শুধু তাই নয়, স্নেহার অভিযোগ, তাঁর অনুরাগীর সংখ্যা বাড়লেই নিরাপত্তাহীনতায় ভুগতেন অনিকেত। হিংসে করতেন স্নেহার উন্নতিতে। এমনকী স্নেহা ভাল ছবির অফার পেলে তাতে বাধাও দিতেন অনিকেত।

[আরও পড়ুন: বর্ষসেরা ব্যক্তিত্ব, গোয়া চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মার হেমা মালিনী ও প্রসূন জোশীর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aniket Vishwasrao (@aniketvishwasrao)

স্নেহা আরও অভিযোগ করেন, শুধু স্বামী অনিকেতই নয়। তাঁর শ্বশুর ও শাশুড়িও অনিকেতকে প্ররোচনা দিতেন। স্নেহাকে অনিকেত মারধর করলে, ছেলেরই সমর্থন করতে অনিকেতের মা-বাবা।

স্নেহার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকেই অনিকেতের আসল রূপ দেখতে পান স্নেহা। স্নেহা ও অনিকেতের জুটি বেশ জনপ্রিয় মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁদের দাম্পত্যে এরূপ অশান্তির খবর জানতে পেরে হতবাক অনুরাগীরা।

[আরও পড়ুন: Sreelekha Mitra: শরীর খারাপ, বাবা-মাকে বড্ড মিস করছেন শ্রীলেখা মিত্র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে